শিরোনাম টা ধার করা।
একজন এটিএম বুথের দারোয়ান, যার সাথে আমাদের প্রায়ই দেখা হয়। কিন্তু তার নামটা হয়ত আর জানা হয় না। আরে তার পরিবারের খবর তো আরো পরে। তার কি স্ত্রী কি মাস শেষে অপেক্ষা করে স্বামী ঘরে আসবে বলে? ছেলে –মেয়ে কি আছে? তাদের কি বাবার জন্য পরান পোড়ে? তাদের স্কুলে যাবার সুযোগ কি হয়? তার ছেলেটা বড় হবে, এরকম এটিএম বুথে ঢুকে টাকা তুলবে , এই স্বপ্ন কি সে দেখে? হয়ত দেখে, কিনতু আমরা কি তা জানি? জানবার চেষ্টা করি? না করি , অসুবিধা নাই। কিন্তু ছোট একটা দোষে তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে বিপদে ফেলে দেয়া কি আমাদের মত ক্ষমতাবানদের করা উচিত?
আমি যে এলাকায় থাকি, আবাসিক এলাকার ভিতরে একটি এটিএম বুথে একজন দারোয়ান থাকে, যথারীতি মুখ চেনা। হঠাত দেখি বড় রাস্তার উপর অন্য একটি বুথে। সালাম দিয়ে জানতে চাইলাম বদলীর কারন। গল্পটি শুনে অবাক হলাম। দুর্বলের উপরের ক্ষমতা দেখানোর সুযোগ পেলে সেটা কেইবা ছাড়ে?
এক গ্রাহক বুথে এসেছেন , বিলস পে মেশিনে টাকা জমা দিবেন। কিন্তু কলম আনেন নি। ব্যাংকও ওখানে কোন কলম দেন নি। ভদ্রলোক গ্রাহক সিকিরিটি গার্ড কে কিছুদুরের দোকান থেকে কলম কিনে আনতে বলেন। গার্ড তার দ্বায়িত্ব সম্মন্ধে সচেতন হলেন। এর মনে কোন দুরভিসন্ধি নাই তো? তিনি তার স্টেশন লিভ করতে অস্বীকার করলেন। ভদ্রলোক ব্যাংকে অভিযোগ দায়ের করলেন। ব্যাস, সিকিউরিটি গার্ডের উপরে নেমে আসলো শাস্তির খড়্গ। দশদিনের বেতন কাটা আর বুথ বদলি।
গল্পের শেষে তার আফসোস বললেন। ওখানে আবাসিক এলাকা ছিল, অনেকেই আসত/চিনত। ঈদ –পরবে কিছু বখশিস দিত। দুটি ছেলে মেয়ে স্কুলে যায় । দশ দিনের বেতন কাটা গেল, এই মাস টা লম্বা হয়ে যাবে। আমি কিছু স্বান্তনা দেবার চেষ্টা করলাম।
আচ্ছা , এই ভদ্রলোক কি অভিযোগ না করলে পারতেন না? গার্ড তার স্টেশন লিভ না করতে চেয়ে তো দ্বায়িত্বশীলতার পরিচয়ই দিয়েছেন, তাকে শাস্তি দেয়াটা কি ঠিক হয়েছে? গ্রাহক ভদ্রলোক কলম ছাড়া বিল দিতে এসেছেন, উনি নিজে কি কোন ভুল করেন নি? চারিদিকে এত এত অন্যায়, উনিকি সব গুলির প্রতিবাদ করেন?
কি জানি বাপু, আমার মাথা মানুষের এই আচরনের ব্যাখা করতে পারে না।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫