বড়জোড় ছবির নামটা মনে থাকে। এ নিয়ে ঝামেলাও পোহাই অনেক। দেখা থাকলেও ছবির চরিত্র নিয়ে তেমন জম্পেশ আড্ডায় মেতে উঠতে পারি না।
আমি মনে রাখতে পারি শুধু ছবির কাহিনী। সেটাই মনে দাগ কেটে রয়। সে রকম কয়েকটি ছবির নাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি এই ব্লগে অনেকেই প্রচুর ছবি দেখেন এবং ভালো ভালো ছবির খোঁজ রাখেন এবং পরবর্তীতে ব্লগে দেন।
আমি সেগুলো সংগ্রহে রাখার চেষ্টা করি এবং সময় পেলে দেখি। আর যারা ছবি দেখেন তাদের কাছে এগুলো হয়তো নতুন কিছু নয়--------- তবুও শেয়ার করতে ইচ্ছা করল।
আমার মনে যে সব ছবি গুলো দাগ কেটে আছে--
ছবিটা আমাকে খুব আলোড়িত করেছে।
ছবি টা সত্যি মনে রাখার মত।
এ ছবির সব গুলো পর্ব দেখে অসাধারণ মজা পেয়েছি।
এমপায়ার অব দ্যা সান। ছবিটা দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। শেষের মা ছেলের মিলন টুকু একেবারেই ভুলতে পারি না।
ভাগ্যচক্রে বেশ কিছু পুরোনো ছবির তালিকা দিলাম, সবই প্রায় যুদ্ধ বিগ্রহের উপর, তাই তালিকা আর বাড়াতে ইচ্ছা করছে না।
সবাই বিরক্ত হয়ে যাবার আগেই আরেকটা ছবির কথা বলে শেষ করি--এটা যুদ্ধ নিয়ে নয়, একটু ভিন্ন স্বাদের।
এটি একটি কোরিয়ান ছবি। ছবিটি আমার খুব ভালো লাগে।
আমার ধারণা যারা এই ব্লগে ছবি বোদ্ধা আছেন তাদের সবারই কমবেশী ছবিগুলো দেখা। তাই কোন বর্ণনায় যাইনি।
আসলে লেখার কিছু পাচ্ছিলাম না তাই একটু পাট নিলাম।