আমি অনেকদিন আগেই ভাষা হারিয়েছি কুৎসিত ভাষাভাষীদের ভাষায়
আমি আরো হারিয়েছি আমার ভেতরের উদ্দীপনা তোমাকে জানাই
তোমাদের নির্লজ্জতার নাম দিয়েছি অজ্ঞতা
তোমরা ভেবে নিয়েছো এ বুঝি আমার সখ্যতা তোমাদের জন্য
তোমাদের অনেকে ভণ্ডামি বলে ভুল করবে
আসলে এটা ছিল আমার ক্ষমা তোমাদের তরে
অথবা এটা ছিল এক গুপ্ত প্রচেষ্টা তোমাদের ফেরার জন্যে
বলতে পার এটা ছিল তোমাদের জন্য শিক্ষা আমার তরফ হতে
যা কখনোই তোমাদের কোন কাজে আসে নি।
বরং তোমরা বেড়েই চলেছো, বেড়েই চলেছো
নিজেকে আত্মনির্ভর করেছো তোমাদের নিকৃষ্ট ছায়ায়
তোমরা আমার ভদ্রতাকে কখনোই বুঝতে পারোনি
আমি চেয়েছিলাম তোমাদের মধ্যে সৎ ভাব থাকুক
চাইনি কখনোই তোমাদের আয়না হতে
কারণ তোমাদের কুৎসিত মুখগুলো ছিল আমার কাছে সদাই উন্মোচিত
আমি ভয় পেতাম যদি নিজের চেহারা দেখে
তোমরা আত্মঘাতী হয়ে যাও!
তাই আমি শুধু ভালোবাসার কথাই বলেছি বারবার
ঘৃণা কে গিলে নিয়েছি সাধ্যমত
তবুও যখন এই আমাকেই ভুল বোঝ
তখন জানিয়ে দিলাম আমিও ঘৃণা করতে পারি চরম।
পুরনো আর ফিরে এসো না, তোমাদের কোটা শেষ
তোমরা ক্ষমার অযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছো।
আমি তো মানুষ আমার ক্ষমতা সীমিত
ইদানিং আমার ক্লান্ত লাগে ,পরিশ্রান্ত লাগে
আমার পেশিতে আর জোর নেই
তোমাদের নিকৃষ্টতা ঘুণের মতো আমার হারে ক্ষয় ধরায়।
ভীষণ অসফল আমি ,তোমাদেরকে নিয়ে ব্যর্থ।
৫/১২/২০২৩
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫