somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বিশেষ কিছু নেই।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

লিখেছেন সামরিন হক, ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১১:২৬

শেষ ঘন্টায় সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!
কার কিভাবে কাটলো আজকের ঈদ??
আমি বাসাই ছিলাম!

ঈদ মোবারক! বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

পতিত।

লিখেছেন সামরিন হক, ২১ শে মার্চ, ২০২৫ ভোর ৪:১৪

পালিয়ে বেড়াচ্ছি আমি নিজ থেকে ।
যাচ্ছি বহুদূর তবুও যেন নিস্তার নেই দিনরাত্রি।
এ যেন বিশাল দানব বিবেক, নিয়েছে আমার পিছু।
খেতে বসে আমি চোরের মত গিলে যাই সবই!
অধিকার হারিয়ে গেছে তবু বোধ জাগেনি!
পৃথিবী গিলে নিচ্ছে শিশুদের মন্ডু!
বাতাসে বিষ ,শুরু হয়েছে মিছিল মৃত্যুর।
আমি তাও বাঁচি, সুখের ভোরে মাতি।
আমি নেই আমি তবুও সরে যায়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

স্বপ্নসুখ

লিখেছেন সামরিন হক, ১০ ই মার্চ, ২০২৫ রাত ৯:২০

খুব উঁচু থেকে পরে যাচ্ছি খুব নিচুতে
আতঙ্কিত আমি,কিছু একটা বেড়িয়ে আসতে চাইছে বুকের কাছে।
খুব হঠাৎ করেই পরে যাচ্ছি,উপর থেকে নিচের দিকে
ভয়ে দেখছি অন্ধকার চারদিকে,ঘুটঘুটে।
পরে যাচ্ছি তো যাচ্ছি,কিছুক্ষণ ধরে
নিচের দিকে অজানা সব অপেক্ষায় আছে।
নিমিষে গ্রাস করবে আমায় পেলে।
সব শেষ হতে চলেছে,চলছি সে পথে।
হয়ত সমুদ্দুর বুকে পড়বো ঝুপ করে ,
কিছু লোনা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

অনুক্রম।

লিখেছেন সামরিন হক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৯


ছবি -নিজস্ব


এখানে শৈত্যের প্রকোপে অদৃশ্য হৃদয়
আর বসন্তের আশায় প্রবঞ্চিত হাজার... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

An emotion

লিখেছেন সামরিন হক, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:১২

I've traveled thousands of miles,
But why?
I come back with the same question a thousand time,
But no one answered except you.
And you told me to fly.
I believe in you.
I have spread my wings and
I'm looking at you .

আমি হাজার হাজার মাইল পাড়ি দিয়েছি,
কিন্তু কেন?
একই প্রশ্ন নিয়ে আমি হাজার বার ফিরে আসি,
কিন্তু... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

থাকি স্রষ্টার কাছাকাছি।

লিখেছেন সামরিন হক, ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৪

মাঝে মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলি !
ভুলে যাই কি আমি চাই,
ভুলে যাই কারো কেউই নেই !
শুধু মনে হয় আমার কেউই নেই ।
পুরো পৃথিবী যেন আমার বিপরীতে
আমি বনাম পুরো পৃথিবী ।
আর তখনি বেশি অনুভব করি ,স্রষ্টাই আমার একমাত্র সঙ্গী।
জীবনে -মরনে ,বিপদে-আপদে ,
মানে-অপমানে সব অবস্থায়
প্রচন্ড শক্তির উৎপত্তি করে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

দেয়াল শিল্প

লিখেছেন সামরিন হক, ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:০৮


ছবি-নেট থেকে নেয়া


দেখেছো বন্ধু ,এই শহরের দেয়াল জুড়ে,
শত হাজার কবিতা ছাপানো হয়েছে আজ,
যেন দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠছে মুহূর্তেই,
দেখ বুকের ক্ষতগুলো দেয়াল বেয়ে কেমন ঝড়ছে!
দেখেছো তুমি শহরের রাজপথগুলো?
তাজা তরুণ , বৃদ্ধ,শিশুদের রক্ত দিয়ে সেজে উঠে ছিলো সে জুলাই।
বাতাসে বারুদ ,রাবার বুলেট, টিয়ার শেলের মোহিতে
ওঁরাও লুটিয়ে পরে চির নিদ্রায় চলে গেছে।
কিন্তু আমি... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

ঝঙ্কার

লিখেছেন সামরিন হক, ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৬:১৪
২৩ টি মন্তব্য      ৩৭৯ বার পঠিত     like!

সত্য আমি

লিখেছেন সামরিন হক, ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৬:১৮

খ্যাতি ছাড়া আমি
গতি হারা আমি
তবু চলি সীমাহীন ।

ভালোবাসা ছুঁড়ে আমি
থাকি দুরে আমি
তবু অনুভূতি অসীম ।

খোলসহীন থাকি আমি
পুরো দিন ভাবি আমি
তবু অবোধ্য চিরদিন ।

বিছানা ছাড়ি আমি
জানালার ধারে আমি
তবু স্বপ্ন ভাঙ্গেনি ।

দূর আকাশে চোখ মেলে আমি
মেঘের স্রোতে পাল তুলি আমি
তবু দিশা ভুলিনি ।

তোমাদের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

অণুকাব্য-১

লিখেছেন সামরিন হক, ০৮ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৪৮

আমার মনের গড়পড়তা হিসাব
জলবায়ুর মতোই তার পরিবর্তন হয় ।
সেখানেও ঝড় ওঠে ,
মৃদু বাতাস বয় ।
সূর্য হাসে আর মেঘ কথা কয় ।
অচিন পাখি সেখানে পোষ মানে
আবার রাতের আকাশ তারা ঝরায় ।


৮ই জুলাই ২০২০



আমার তোলা বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

কদম

লিখেছেন সামরিন হক, ২৯ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৫

তোমার সাথে মেঘাগমে প্রথম দেখা।
সেই থেকে সোনালী সকাল-বিকেল বেলা।
হৃদয়ে তুমি নিজে করে নিয়েছো ঠাঁই,
আজও সেই জমিনে তোমাকে কুড়িয়ে পাই।

ভেজা শ্রাবণে ছড়িয়ে দাও ,তোমার নিজস্ব ছন্দ।
তাই তো ভালোবাসি আমি,তোমার গায়ের সুগন্ধ।
তোমার রূপে সেজে ওঠে মেঘ,আকাশময়।
ঝরে পড়ে বৃষ্টি হয়ে,নিতে পরশ সৃষ্টিময়।

তুমি গ্রীস্মের পরে আসো নিয়ে শীতলতা।
সবুজ পাতার মাঝে উঁকি দিয়ে,দেখাও তোমার সরলতা।
কোন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

চা শ্রমিকের বাগান

লিখেছেন সামরিন হক, ০১ লা মে, ২০২৪ বিকাল ৪:১৩

মাথায় বাঁশের ছাতা
আর কাঁধে ঝোলা
সকাল সকাল ছোটে
বাগানে , শ্রমিকেরা ।

বেলা বেড়ে ওঠার সাথে
ভরে ওঠে ঝুলি
নারী চা-শ্রমিকের যাদু,
হাতের অঙ্গুলি ।

কাটছে জীবন তাদের মানবেতর
আহারও জোটে না তাদের
দু’বেলা এক মুঠো
এ সবই জানে তাদের মালিকপক্ষ
দেয় না তবুও দাম ,শ্রমের সঠিক মূল্য ।

ক্ষুধার জ্বালায় ,না পেরে যখন
এই শ্রমিকেরাই নামে পথে ,
করে আন্দোলন ।
ন্যায্য দাবী তাদের... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

নিদারুণ অভিলাষ

লিখেছেন সামরিন হক, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২


নিজের তোলা


আজকাল খুব তোমাকে দেখতে ইচ্ছে করে।
ইচ্ছেটা একবারে বাসা বাঁধেনি আড়ালে
একটু একটু করে এখানে পৌঁছেছে ।
সূচনা হয়েছিল কোন এক পড়ন্ত বিকেলে
অথবা কোন একক্ষণের মিষ্টি বাতাসের আদরে
হঠাৎ পাশ ফিরেই যেন মনে হলো বাতাসের মৃদুতায়
সরে সরে যাচ্ছে তোমার কপালের কিছু চুল।

তোমাকে দেখার ইচ্ছেটা এখন তীব্র প্রতি মুহূর্তে।
এই উগ্রতা টের... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

পথ নাই।

লিখেছেন সামরিন হক, ২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪৬

কেউ কি আছো ,আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পার ?
আমি বড় ভীত ,মৃত্যুর ভয়ে আমি রাজপথ ছেড়ে এসেছি হল বহুদিন ।
একা ঘরে বন্ধ করে নিজেকে বুঝিয়েছি -আমি শক্তিহীন ,
তবুও মৃত্যু আমার পিছু ছাড়েনি কোনদিন !
আমি বাচঁতে চাই ,আমি বাচঁতে চাই ,আমি বাঁচতে চাই ।
এই বোধেই হয়ত মানুষ হিসেবে নয় ,বেঁচে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

একটি অণু কবিতা

লিখেছেন সামরিন হক, ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০


ছবি-নিজস্ব


তবুও কিছু বলা হয়না আমার,তোমাকে।
ভাবি সব বলে দিয়ে রিক্ত হবো।
শূন্য থেকে সাজাবো আবার
অবশিষ্ট সময় আমাদের।

৬/৭/২০২১ বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩০১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৭৮৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ