আমি জাগ্রত সদা জাগ্রত,
আমি আছি হুঁশে,
দীপ্ত তারকা ন্যয়।
কে আছ তলাবে আমায়,
একা দেব পাড়ি এ মহা সমুদ্র,
আমি জাগ্রত সদা জাগ্রত।
কিসের মিছিল আর কিসের হরতাল,
আমি মানিনা অবরোধ-মানববন্ধন,
সত্য বলব এ বিশ্বাস মনে ।
এ যেন অটুট থাকে,
অবস্হা প্রতিকুলে-অনুকুলে।
আমি জাগ্রত সদা জাগ্রত,
সৎ নৈশ প্রহরীর মত।
আমি আঁখি মেলে আছি,
সীমান্ত পানে বর্ডার র্গাড হয়ে।
এ দেহ গঠিত মোর শুদ্ধ রক্তে,
বিজয় রুখবে কে মোর আজিকে।
কে আছ এসো,এসো হে এ দলে,
চলো মোরা দেশটা গড়ে তুলি নির্ভেজালে।