আমি চলে যাব বহু দূরে,
ছেড়ে যাব তোমাদের এই রঙ্গ মঞ্চ,
লিখব না আর, আসব না তোমাদের
এই নাট্যশালায়…..
হয়তো কোন এক অশুভ ক্ষণে
আমি চলে যাব, ছেড়ে যাব তোমাদের,
হয়তো আমাকে ভুলে যাবে সবাই
হয়তো পড়বে আবার কারো মনে…!!!
ঘৃণায় বা অবহেলায়, নয়তো করুণায়।
হয়তো কোন এক অশুভ ক্ষণে
আমি হারিয়ে যাব কোন দূর অজানায়,
খুঁজে পাবে না কেউ আমায়
পারবে না বলতে কিছু।
হয়তো কোন এক অশুভ ক্ষণে
আমি চলে যাব, ফিরব না আর,
রেখে যাব তোমাদের জন্য
কিছু স্মৃতি আর আমার ভালোবাসা,
নিয়ে যাব এক বুক দুঃখ-যন্ত্রণা
যদি থাকে দুঃখ কারো
আমায় দিয়ে দিও।।
