আমাদের ভেতর একটা মানুষ বাস করে। যে সুযোগ খোঁজে পালাবার। ফাঁক পেলেই ছুটে যেতে চায় একটা নদীর ধারে বা পড়ে থাকতে চায় একটা সবুজ মাঠে। গুন গুন করে গান গাইতে চায়, একলা একলা হাসতে চায়, প্রিয় কোনো স্মৃতি ভাবতে চায় । তার স্বপ্ন পাহাড়ে গিয়ে ঘর বাঁধবে, সুতাছেড়া ঘুড়ির মতো আসমানে উড়ে বেড়াবে; এইগুলাতেই তার সুখ। কারণ এই মডার্ণ ওয়ার্ল্ড আর যাই দেক 'সুখ' দিতে পারে না।
সেই ভেতরের মানুষটা আমাদের ঘৃণা করে। আমরা কখনো তার প্রিয় জিনিস 'সুখ' তারে দিতে পারি নাই। আমাদের মিনিমালিস্ট হয়ে থাকতে কম্ফোর্টেবল লাগে, কিন্তু আমাদের স্বপ্ন হলো 'ক্যাপিটালিস্ট লাইফস্টাইল'।
এই দুনিয়ায় আমরা আমাদের পরিচয়ে বাঁচতে পারবো না, আমাদের বাঁচতে হবে কোনো বিসিএস ক্যাডার বা কর্পোরেট বাস্টার্ড পরিচয়ে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০২