এক ভবঘুরের স্বীকারোক্তি
লিলিথ, আমি এক ভবঘুরে।
তোমার শহরের শেষ ট্রেনটা মিস করেছি। বাসস্ট্যান্ডের বেঞ্চিতে বসে সিগারেটের ছাই ফেলতে ফেলতে বুঝলাম, আমার আর কোথাও ফেরার নেই। ক্যাম্পাসের দিনগুলো ফুরিয়েছে, সেমিস্টার পরীক্ষার রাতজাগা, করিডোরের তর্কবিতর্ক, আড্ডার নীল ধোঁয়া—সবই পেছনে ফেলে এসেছি। অথচ তুমি এখনো আমার ভেতর বহমান, ঠিক যেন মাল্টিভার্সের অন্য কোনো মাত্রায় আটকে... বাকিটুকু পড়ুন
