somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বুকে পাথর বেঁধে বাংলাদেশ শিক্ষাব্যবস্থা নামক ডেড সি তে লাফিয়ে পড়া একজন

আমার পরিসংখ্যান

সাজিদ শুভ
quote icon
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এক ভবঘুরের স্বীকারোক্তি

লিখেছেন সাজিদ শুভ, ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১




লিলিথ, আমি এক ভবঘুরে।

তোমার শহরের শেষ ট্রেনটা মিস করেছি। বাসস্ট্যান্ডের বেঞ্চিতে বসে সিগারেটের ছাই ফেলতে ফেলতে বুঝলাম, আমার আর কোথাও ফেরার নেই। ক্যাম্পাসের দিনগুলো ফুরিয়েছে, সেমিস্টার পরীক্ষার রাতজাগা, করিডোরের তর্কবিতর্ক, আড্ডার নীল ধোঁয়া—সবই পেছনে ফেলে এসেছি। অথচ তুমি এখনো আমার ভেতর বহমান, ঠিক যেন মাল্টিভার্সের অন্য কোনো মাত্রায় আটকে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

তোরে পাইলে, বরফও গলে

লিখেছেন সাজিদ শুভ, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১১




তোরে পাইয়া গেলে,
ঢাকার ব্যস্ত রাস্তায় রিকশায় চড়ে
কাঁধে মাথা রাখতাম,
তোর মেজাজের চেয়ে গরম হইত হাত,
ভিড়ের ভিতরে দুইজনে নিভৃতে হারাইতাম।

তোরে পাইলে,
কলকাতার কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের গন্ধে
আমাদের গল্পগুলা বাঁধাই করতাম,
সেকেন্ড হ্যান্ড উপন্যাসের পৃষ্ঠায়
তোর ঠোঁটের দাগ থাকত।

তোরে পাইলে,
পাহাড়ের জুম ঘরে বৃষ্টি দেখতাম
তোর চোখের ভেজা রঙে মাতাল হইয়া জ্যোৎস্নায় ভিজতাম।
টাকা জমাইতাম ধীরে ধীরে,
তারপর একসাথে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

স্বপ্ন, সংগ্রাম, আর তোমার অপেক্ষা(অনিবার্য)

লিখেছেন সাজিদ শুভ, ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭




একটু ইফোর্ট দিলে হয়তো লস এঞ্জেলসের উঁচু কোনো স্কাইলাইনে বইসা স্টারবাকের দামী কফির কাপে চুমুক দিতে দিতে পৃথিবীটারে হাতে মাপতে পারুম। মরিশাসের সোনালী বীচে গা ভাসাইয়া বিয়ার হাতে মাতাল হইয়া সুর্যাস্তের লাল রঙে নিজেরে মিশাইয়া ফেলতে পারুম। সাহারায় বেদুইন হইয়া যাইতে যাইতে ফিইরা আসতে পারমু। নয়টা-পাঁচটার অফিসের বসের মুখের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

কফিশপ: স্মৃতির কাঞ্চনজঙ্ঘা

লিখেছেন সাজিদ শুভ, ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫০



একদিন আমি বুড়ো হবো।
চুলে রূপোলি ঝিলিক, হাতে কাঁপা কাঁপা আঙুল।
তখন শহরের এক কোণে খুলবো একটা ছোট্ট কফিশপ।
নামটা কি হবে এখনও ভাবি নাই।

কাঁচের জানালা দিয়ে রোদ এসে পড়বে মেঝেতে,
দেয়ালে হবে পুরনো দিনের সিনেমার পোস্টার
আর ক্যাফের এক কোণায় থাকবে একটা বুকশেলফ,
যেখানে সাজানো থাকবে বিভূতিভূষণের "পথের পাঁচালী",
রবীন্দ্রনাথের "গীতাঞ্জলি",
আর সেলিনা হোসেনের "নিরন্তর... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

হিন্দু-মুসলিম না মানুষ হবো

লিখেছেন সাজিদ শুভ, ২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩



এই শহর একদিন সবুজ ছিল।
আমার বাবা বলতেন, এখানে সবাই মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করতো।
একসঙ্গে আম কুড়াত, পুকুরে ডুব দিত।
কেউ নামাজ পড়ত মসজিদে, কেউ পূজা করত মন্দিরে।
ধূপের ধোঁয়া আর আজানের সুর মিশে যেত বাতাসে।
কেউ জিজ্ঞেস করত না, “তুমি কে?”
শুধু বলত, “তুমি তো আমাদেরই একজন।”

কিন্তু আজ?
এই শহর বিষাক্ত।
বাতাসে ভেসে বেড়ায় ঘৃণা... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৩৮ বার পঠিত     like!

যদিও উচ্চারণগুলি শোকের

লিখেছেন সাজিদ শুভ, ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫




যদিও উচ্চারণগুলি শোকের-
ঈশ্বর যেদিন আমারে দেওয়া কষ্টগুলোর ঋণ শোধ করবেন;
তোমার-আমার দূরত্বকে পাঠিয়ে দেবো শূন্যতার ভস্মিত অংশে।
সেদিন সময় আমাদের পক্ষে থাকবে; আলো আসবে,
হয়তো তোমার রোদ হবে কিছুটা উদ্বিগ্ন, কিছুটা ম্লান। তবুও-
বিরহ,শোক এবং বিদ্রোহ করে,
অধিকার আদায় সাপেক্ষে শান্ত হবো দু’জনে।
তখন তোমারে পাবো, দেখা হবে, ফের দেখা হবে !! বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

প্রিয় বাস্টার্ড তোমাকে...

লিখেছেন সাজিদ শুভ, ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০০





আমাদের ভেতর একটা মানুষ বাস করে। যে সুযোগ খোঁজে পালাবার। ফাঁক পেলেই ছুটে যেতে চায় একটা নদীর ধারে বা পড়ে থাকতে চায় একটা সবুজ মাঠে। গুন গুন করে গান গাইতে চায়, একলা একলা হাসতে চায়, প্রিয় কোনো স্মৃতি ভাবতে চায় । তার স্বপ্ন পাহাড়ে গিয়ে ঘর বাঁধবে, সুতাছেড়া... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

মন দেয়াল

লিখেছেন সাজিদ শুভ, ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮




আমার পথচলা আজ
থমকে যাওয়ার উপক্রম–
ক্লান্ত-ব্যথিত হৃদয়ে
এক অভিশপ্ত দেয়াল ক্রমশ বর্ধমান ।

অভিশপ্ত হৃদয় দেয়াল
বড়ই মজবুত;
মন আকাশ স্পর্শ করা মাত্রই
আমি হারিয়ে যাওবো –অতলে ।

সে দেয়ালের কাছে আমি
ক্ষুদ্র,অসহায়;
চোখের পানি ফেলা ছাড়া
আর কিছুই করার নেই ।

অথচ তোমার একটু আশকারা
চুরমার করে দিতে পারে,
অভিশাপ-মুক্ত
করে দিতে পারে মন দেয়ালকে।
নয়তো আমায় হারিয়ে
যেতে হবে মহাকালের
অতল গহ্বরে।


FRIDAY,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭২ বার পঠিত     like!

পরের জন্মে প্রেমিক হবো

লিখেছেন সাজিদ শুভ, ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১০



..."প্রিয়-
জ্যোৎস্না নিভে যাওয়ার পর-
সে ঘরে আর আলো জ্বলে নি।
ভেতরের সভ্যতা বয়ে বেড়ানো কাঠামোটা
আর আর ইনবক্স খুলে দেখে নি।
মাইলের পর মাইল হেঁটে বেড়িয়েছে নগ্ন হাতে,
ডেমোক্রেসির ধার ধারে নি।

তার মনের মতো জন্ম হয় নি-
ম্যাগপাই বা শহুরে কাকের মতো সে।
ঈশ্বর তার কথা শুনে নি।

যতবার তার প্রেমিকা হারাবে,ততবার সে জন্মাবে।

২৫.০৪.২০২১ বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

আমার-তোমার অপেক্ষা

লিখেছেন সাজিদ শুভ, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩





তুমি বলেছিলে,আড়চোখে আর না তাকাতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,নদীর ধারে একা না হাঁটতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,তোমার পিছু না করতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,তোমার নাম ধরে না ডাকতে
আমি সেটাও শুনেছিলাম।

কিন্তু যখন আমি বললাম,খোঁপায় বেলী ফুল দিতে
তোমার নাকি ভালো লাগেনা।
আর নীল শাড়ি পড়তে বললাম যখন
তোমার নাকি সময় হয়না।
যখন বললাম, ভালোবাসতে
তুমি বলেছিলে তুমি অন্যকারো অপেক্ষায়।
অপেক্ষা আমিও করি।
যেদিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

শুধুই তোমাকে...

লিখেছেন সাজিদ শুভ, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯






কোনো এক শীতের বিকেলে নিইয়র্কের ওয়ালস্ট্রিটে হাঁটতে হাঁটতে VLC লোগোটার সাথে হোঁচট খেয়ে তোমার হাতের চার ডলারের প্রিয় স্টারবাক্সের ভেন্টি কফিটি পড়ে যাওয়ার পর খুব মন খারাপ করেছিলে তুমি।আর আমি বলেছিলাম,
'VLC গুলো খুব বাজে।'
তুমি হেসে বলে উঠলে ওটার নাম ট্রাফিক কোন।(যে হাসি দেখলে মনের মরুর মরিচীকাগুলোতে ইচ্ছে করেই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

ভালোবাসা নাকি কবিতা

লিখেছেন সাজিদ শুভ, ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫



বাকরুদ্ধ কবিতারা আজ হাটঁতে শিখেছে
নেহাতপক্ষের আবেগ মুক্ত সেই কবেই।
ট্রাফিক জ্যামে অভ্যস্ত আজ আমি
বেশি কথা বলার অভ্যেসটা চলে গেছে।
তবুও মাঝরাতে হাতড়ে বেড়াই তোমায়
স্বপ্নে কিংবা দুঃস্বপ্নে কেপে উঠি বারবার।
ঘোরের মাঝে আমাতে ভর করে অন্ধকার আলোতেই মৃত্যু আমার অথবা অপমৃত্যু।
রোজ রাতেই তাড়া করা স্মৃতিগুলোর
থেকে পরিত্রাণ দেয় স্বল্প কিছু নিকোটিন।
বেশতো নিজেকে জ্বালিয়ে যদি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

আমি তুমি আর বই

লিখেছেন সাজিদ শুভ, ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২


একদিন খুব ভোরে কয়েকটি বস্তা নিয়ে বাড়ি ফিরবো।বই,বস্তা ভর্তি বই।নীলক্ষেত থেকে লোকাল বাসেই বাড়ি আসবো।গিয়ে বলেছিলাম বই দিন তো। যা খুশি দেন।সাতমিশেলি বই কিনবো।দোকানদার কিছু অবিক্রিত বইও ঢুকিয়ে দেবে। আমি কিছু মনে করবো না।দাম চুকিয়ে লোকাল বাসে উঠবো।মনে মনে গুনগুনিয়ে 'হাওয়া মে উড়তা যায়ে' গাবো।জ্যামগুলোও বিরক্ত লাগবে না তেমন।বাস... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

নীলাদ্রিরা ফিরে চাইলে

লিখেছেন সাজিদ শুভ, ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭


নীলাদ্রিরা ফিরে চাইলে
স্কুল পলাতক কিশোর লাস্ট পিরিয়ড পর্যন্ত ক্লাস করে,
সবচেয়ে ভালো জয়েন্ট বানানো ছেলেটা আর আসরে আসে না।
স্লিপিং পিলের রাতে কেউ আর ডিপ্রেশনে ভোগে না।
হরহর করে একের পর এক কবিতা প্রসব করে নবীন কবি।
সমুদ্রের বিদীর্ণ জলরাশি তীরে আর আছড়ে পড়তে চায় না।
ঘরে ফেরা পাখি দিগ্বিদিক ভুলে ফেরারী হয়ে পথে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

Middle Class

লিখেছেন সাজিদ শুভ, ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

ধানমন্ডী লেকের পাড়ে অনেক্ষণ ধরেই অপেক্ষা করছে রুদ্র।নীল পাঞ্জাবী পড়ে। সাদা গোলাপ নিয়ে।পিলুর জন্য।
দেখা না করেই যে প্রেম ।দেখা হলে যে কি হবে। এসব ভাবতে ভাবতেই রিক্সায় আসছিলো পিলু। অনেক উত্তেজনা কাজ করছে তার মাঝে।

একটা দিনও দেখা হয়নি অথচ মনে হয় কত চেনা।ফেসবুকে।দুজনে দুজনাকে অনেক ভালো করে চেনে।সেটাও ভার্চুয়ালী।ভার্চুয়াল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬০২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ