আসসালামু আলাইকুম। রমজান মোবারক।
রমজান মাস শুরু হতে হতে অনেকে পুরো মাসের জন্য প্রস্তুতি শুরু করেছেন নিশ্চয়ই? কঠোর সিয়াম সাধনার এই মাসে অন্যান্য প্রস্তুতির সাথে সাথে কিছু হাইটেক প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, যা রমজানে আপনার দৈনন্দিন যীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দেবে

ধারনা করছি বর্তমানে সবার হাতেই স্মার্টফোন থাকে। কাজেই কিছু অসাধারন মোবাইল অ্যাপ ইন্সটল করে রাখতে পারেন প্রতিদিনকার সঙ্গী হিসেবে।
১। রমজান ক্যালেন্ডার ২০১৬
রমজানের কথা আসলেই চলে আসে রমজান ক্যালেন্ডারের কথা। দেয়ালে টাঙ্গিয়ে রাখা এ ক্যালেন্ডারে আপনি চেক করে দেখতে পারেন সেহরী ইফতারের টাইম। কিন্তু ডিজটাল ক্যালেন্ডারে আপনি পাবেন আরো অনেক বেশী কিছু। রমজান ক্যালেন্ডার ২০১৬ এপ্লিকেশনটি এমন একটা এপ্লিকেশন যা আপনাকে প্রতিদিনের সেহরী এবং ইফতারের সময় পেতে সাহায্য করবে। সেই সাথে আপনাকে নির্দিষ্ট সময় পূর্বে এলার্ম দিয়ে জানিয়ে দেবে।
সাথে থাকছে পাঁচ ওয়াক্ত আযান এবং ইফতারের পূর্বে কোরান বাংলা অর্থসহ কোরান তিলাওয়াতের অপশন। এবং থাকছে প্রতিদিন একটা করে হাদিস। (সহিহ হাদিস)
একনজরেঃ
১। সেহরী এবং ইফতারের সময়সূচি
২। পাচ ওয়াক্ত আজানের সুবিধা
৩। প্রতিদিনের হাদিস
৪। সেহরী ইফতারের এলার্ম সেট করতে পারবেন
৫। কোরান তিলাওয়াত
ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
ডাউনলোড
এছাড়াও প্লে স্টোরে রমজান ক্যালেন্ডার লিখে সার্চ দিলে আরো অনেক অ্যাপ পাবেন যা অনেক হেল্পফুল হবে বলেই আশা করি।
২। ইসলামিক লেকচার কালেকশনঃ
বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় আলেমদের সহিহ এবং অথেন্টিক লেকচার শুনতে পারবেন এই অ্যাপ থেকে। আপনি অনলাইনে কিংবা ডাউনলোড করে অফলাইনে দুভাবেই শুনতে পারবেন।
ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
ডাউনলোড
৩। 100 Hadith on Life Style
অথেন্টিক হাদিস গ্রন্থ থেকে একশটা হাদিসের কালেকশন আছে দৈনন্দিন জীবনযাত্রার উপরে।
ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড
৪। বাংলা অ্যাসিস্ট্যান্ট
যদিও রমজানের সাথে এই অ্যাপের কোন সম্পর্ক নেই তবে ধারনা করছি অ্যাপটি আপনি পছন্দ করবেন।
আপনারা হয়তো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ব্যাবহার করেছেন আপনার স্মার্টফোনে। এই এপ্লিকেশনটা অনেকটা সেরকমই তবে সম্পূর্ন বাংলায়। "দেশী মেড" আর কি

এটা একটা টুলবক্স যার মাধম্যে আপনার স্মার্টফোনের র্যাম পরিস্কার, বিস্তারিত তথ্য, সিপিইউ-মেমোরী ইউসেজ এবং বেশী ব্যবহার করা ফিচারগুলার শর্টকাট পাবেন। সেই সাথে থাকছে টকিং ব্যাটারী যা কথা বলবে আপনার সাথে যখন আপনি চার্জার কানেক্ট-ডিসকানেক্ট করবেন কিংবা ব্যাটারী লো হবে।
অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড
অনেক ধন্যবাদ সবাইকে। রমজান মাসটা সবার কাটুক সংযম এবং সুস্থ্যতায়।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫