গত মাসের ১৫ - ১৭ অক্টোবর গিয়েছিলাম বান্দারবান বেড়াতে | নিতান্ত অলস প্রজাতির মানুষ বলে এক মাস পরে ঈদ এর ছুটি পেয়ে , আর টিভি এর নাটক ৫ মিনিট এর নাটক , আর ১৫ মিনিট বিজ্ঞাপন দেখে দেখে সহ্যের বাধ ভেঙ্গে যাওতে, ভাবলাম সবার সাথে টুর এর অভিজ্ঞতা , আর ছবি শেয়ার করি | আমার লেখা যেমনি হোক , বান্দরবান এর অসাধারণ ছবি ভালো লাগবেই !
ঢাকা থেকে আমরা (মামা , মামী , ছোট মামা ) সহ ট্রেন এ রওনা দিলাম চিটাগং এর উদ্দেশে, ট্রেন জার্নি সবসমই ভালো লাগে সিলেট এ পড়ার সময় ঢাকা - সিলেট ট্রেন মিস করি , এর পর থেকে ট্রেন আমার প্রথম পছন্দ

ট্রেন এর ঘুম জটিল হয়েছিল , ঘুম ভেঙ্গে দেখি চট্টগ্রাম এর কাছাকাছি চলে এসেছি | ট্রেন থেকে নেমে দেখি মাইক্রোবাস দাড়িয়ে আছে , শুরুহলো বান্দরবান এর উদ্দেশে যাত্রা রাস্তা প্রায় ২/২.৩০ ঘন্টা , যাবার পথে চেকপোস্ট এ থামতে হলো , কোথায় যাচ্ছি এই সব রুটিন প্রশ্ন | আসতে আসতে বান্দারবান শহরে কাছাকাছি গেলাম আর শুরু হলো উচু উচু রাস্তা , আর তীক্ষ্ণ মোড়! সাথে শান্তি বাহিনীর ভয় (যদিও ড্রাইভার বলছিলেন কোনো ভয় নেই !) রাস্তার চারপাশের এত সবুজ অনেকদিন দেখিনি !

অবশেষে বান্দরবান শহর এ গেলাম আমাদের থাকার জাগা ছিল 'মিলনছড়ি হিলসাইড রিসর্ট ' এ , শহর থেকে ২/৩ কিমি দুরে এই রিসর্টটা, গাড়ি থেকে নেমে অল্প একটু সিড়ি বেয়ে , গেলাম আমাদের থাকার জন্য কটেজএ নামটা সুন্দর 'মুনিয়া' সব গুলো কটেজ এর নামে পাখির নামে বুলবুলি , মুনিয়া | সব ধরনের টুরিস্ট এর জন্যই ব্যবস্থা আছে হানিমুন কাপল থেকে , গ্রুপ , ফামিলি পর্যন্ত | কটেজ এ মালপত্র রেখে গেলাম রেস্টুরেন্ট এ খেতে কিন্তু খেতে গিয়ে কি দেখি এর বারান্দা থেকে সামনের পাহাড়ি দৃশ্য ! কি বলে বর্ণনা দিব ! মাথা নষ্ট এত জোশ! এই দেখুন ছবি ...
কটেজ এর চারপাশ অনেক সুন্দর.. দেখুন কিছু ছবি কটেজ এর চারপাশের ছবি


পরেরদিন গিয়েছিলাম নীলগিরিতে , অদ্ভূত সুন্দর জায়গা | সবাই বিদেশ যান , কিন্তু বাংলার অনেক রূপ তাদের অজানা ! বান্দারবান এর চিম্বুক , নীলগিরি যান তারপর বলুন , বাংলার রূপ আমি দেখেসি ... নিচে নীলগিরি আর চিম্বুক এর ছবি দেখুন ...



ফেসবুক এ সব ছবির লিঙ্ক আছে দেখুন
Click This Link
পোস্ট শেষ ! কমেন্ট এর জন্য পেজ রিফ্রেশ দিচ্ছি ! আশা করি হতাশ হবোনা !
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭