দম আটকে রাখলে কেমন লাগে?
কথা বলতে না দিলে কেমন লাগে?
হাতে কলম সাদা কাগজ আছে কিন্তু লিখতে না দিলে কেমন লাগে ?
মতামত জানাতে না দিলে কেমন লাগে?
......
আমাকে জিগ্যেস করুন....
কিছুদিন আগে ফিফার একটা পোস্ট দেখে , Iiuc এর গর্ব, এক ব্লগার এর পোস্ট এ একটা প্রশ্ন জানতে চেয়ছিলাম, সেখানে কোন খারাপ কথা ছিলো না.. ছিলো না কোন ব্যক্তি অক্তমন, কিন্তু মহতি , গুনি তিনি আমাকে ব্লক করলেন.. বলতে পারেন এতে এত কথার কি আছে? কিন্তু কেও কথার উত্তর না দিয়ে ভিতুর মতো ব্লক করার মানসিকতার মানুষ দিয়ে আর যাই হোক বিপ্লব হয় না!!
দুঃক্ষিত আমি ব্যক্তি আক্রমন করে ব্লগ লিখতে চাইনি, কিন্তু জবাব না দিয়ে ব্লক করে , বিপ্লবী ব্লগ লিখে , আর কিছু ব্লগার এর চাটুকারিতা দেখে সহ্য হলোনা !
কেও বিরক্ত হলে দুঃক্ষিত....

সূত্র: ফা মা