
সংকোচে জানাই আজ
একবার মুগ্ধ হতে চাই
তাকিয়েছি দূর থেকে
এতদিন প্রকাশ্যে বলিনি
এতদিন সাহস ছিলোনা, কোনো ঝরনা জলে লুন্ঠিত হবার
আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছে দিনে দিনে..
জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ
তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক, ফিরে গেছে পথে,
জানি তার মিথ্যা বাগদান হারের মালার মতো এখনো জরিয়ে রাখো চুলে,
যদি বলি আমি সেই পুরুষ...
যার জন্য অক্ষত এত কাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার !

--------------
এই কবিতাটা ধারাবাহিক নাটক "একজন মামুলি মানুষ" থেকে নেয়া, কবির নাম জানিনা, কেও জানলে জানাবেন প্লিজ!