

যাই হোক . কাল ছিলো বিয়ের দাওয়াত . আমরা মেয়েপক্ষ . রাত ৮ তার সময় অনুষ্ঠান . অবস্থান বসুন্ধরা কনভেনসন সেন্টার . যারা কখনো বসুন্ধরা কনভেনসন সেন্টার যাননি , তাদের জন্য বলছি , এটা বসুন্ধরা আবাসিক এলাকতে .. . আমরা বাসা থেকে বের হলাম , মজা হচ্ছে ,আমরা কেও চিনিনা জায়গাটা . অনেক ঘোরার পর পেলাম . সেই সেন্টার . চমৎকার জায়গা , অন্ধকার এর মধ্যে , চারিদিক আলোকিত করে . বিয়ের আলো জলছে , অনেক টা সপ্নদৃশ্য মতন !




কিন্তু আমার পোড়া মন এর মধ্যে প্রথমে যে প্রশ্নটা আসলো ... আচ্ছা এই সেন্টার টার ভাড়া কত ?
শালার মধ্যবিত্ত হবার এই জালা , সব সময় নিজেকে মনে করে দেয় আমার সীমানা . তাই তো কোনো কিছু কিনতে গেলে আগে দাম দেখি , পরে জিনিস দেখা . যাই হোক, এর পর ভিতরে গেলাম , নিচ তলা ছিলো , কনে , মহিলা দের জন্য , কনে কে দেখলাম , রাজকন্যার মতো , মঞ্চ আলোকিত করে বসে আছেন . দেখে আমারও বুক থেকে কখন যে একটা বেইমান দীর্ঘশাস , বেরিয়ে গেছে টের পাইনি ! কনের পাসে দেখলাম , হবু কনেদের ভীর , কামেরার সামনে সবাই হাসি হাসি মুখ এ দাড়িয়ে ..চারিদিকে বেশ বেহেস্তি , বেহেস্তি ভাব

কিছু ক্ষন পর বর এলো , হই হই করে , গেট ধরা , মজা. একটু পরে খাওয়া দাওয়া এর বহু প্রতিক্ষিত সময় !
তারপর সবাই যার যার গন্তব্যে ফেরা

আসলে আমি বসুন্ধরা এর গুনোগান করতে আসিনি......যেটা চোখে পরলো সেটা হলো , মানুষের মেকি ভাব , সবাই কেমন যান্ত্রিক ভাবে আসলেন , গিফট দিলেন , হাসিমুখে কামেরার সামনে গেলেন , তারপর কিছু মেকি হাসি দিয়ে ..বাই বলা ! নেই কোনো হৃদয় এর উত্তাপ ! আন্তরিকতা ....আর আসে লাখ লাখ টাকার , খরচ . মেয়েদের পুরু মেকাপ এর আড়ালের চেহারা , কোনো দিন হয়তো তারা নিজেরাও দেখিননি ....
অবশেষ এ বাসায় ফেরার সময় , গাড়ির ভিতর চুপচাপ আমরা , কেন যেনো মধ্য বিত্ত হবার , কষ্ট আবার উপলব্ধি করা ...
কিছু তথ্য না দিলে মনে হয় লেখা অসপুর্ণ থেকে যাবে ... বিয়ের সেই দিন এর খরচ , অসমর্থিত সুত্রে পাওয়া হিসেব অনুযায়ী ৩ মিলিয়ন টাকা ...
........ হায় ! এই দেশ এ কেও কেও খেতে পায়না ....আর কেও এতো টাকা দিয়ে উত্তসব করে !
....আমার এলোমেলো লেখা পরার জন্য থাঙ্কস !
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮