যথাযোগ্য ভাবগম্ভীর অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সিঙ্গাপুরে পালিত হয়েছে অমর একুশে এবং আন্তর্জাতিক ভাষা দিবস । হাই কমিশন ছাড়াও বিভিন্ন অঙ্গসঙ্ঘঠন নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করে আন্তর্জাতিক ভাষা দিবস। তারই কিছু ছবি এখানেঃ
একুশের প্রথম প্রহরে সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাঙালীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেনবাংলার কন্ঠ সিঙ্গাপুরের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে।
মহান ভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ৮ টায় বাংলা স্কুলের প্রধান শাখা জাংদি প্রাইমারি স্কুল এবং বেলা ১১ টায় জুইং প্রাইমারি স্কুলের প্রভাতফেরির মাধ্যমে স্কুলের ছেলেমেয়ে, শিক্ষক এবং অভিভাবকরা হাতে গড়া শহীদ বেদিতে ফুল দিয়ে মাতৃভাষার মর্যাদা রাখতে জীবন দেয়া বাহান্নোর বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর স্কুলের নিজেদের অংশগ্রহণে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশে যেখানে প্রায়শই দেখা যাচ্ছে অনেকেই স্বাধীনতা আর ভাষা আন্দোলনের পার্থ্যক বুঝতে পারছে না, সেখানে বিদেশ বিভুয়ে মহান ভাষা দিবস উদযাপন সত্যিই প্রদীপের নিচে অন্ধকারের কথা মনে করিয়ে দেয়। ভাষা দিবসে এটাই আশা, পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ পাক নিজ নিজ ভাষায় কথা বলার, মত প্রকাশের পূর্ন স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২০