গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আজ সন্ধ্যায় দেড় বছর পর ২৮ তম বিসিএস এর ফল প্রকাশ করা হচ্ছে। আমিও যে এর একজন ফলপ্রার্থী।
আমার সম্পাদক বলেন, কেন সাংবাদিকতা রেখে সরকারী কেরানী হতে যাবেন ?যেখানে এই অফিসেরই কয়েকজন বিসিএস ছেড়ে সাংবাদিকতায় যোগ দিয়েছেন।
কিন্তু প্রায় দশ বছর ধরে সাংবাদিকতায় থাকাকালে এত অথর্ব লোকজন সরকারের উচ্চ পর্যায়ে দেখেছি যে, আমার মনে ইচ্ছা জেগেছে এর একটু হলেও পরিবর্তন করার। সাংবাদিকতায় এসে বিপদাপন্ন মানুষকে সহায়তা করতে যথাসাধ্য চেষ্টা করেছি। দুদিন আগেও মোহাম্মদপুর থানায় গিয়ে দেখি একজন মহিলা ( চলতি সাপ্তাহিক বুধবারে যার কথা লেখা হয়েছে) মাদকাসক্ত স্বামীর ছুরি আঘাতে আহত হয়ে থানায় মামলা নেয়ার জন্য কাকুতি মিনতি করছেন। কিন্তু এসআইর এক কথা আদালতে গিয়ে মামলা করেন। এখানে হবেনা। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম মামলা কেন নেয়া হবেনা? তারা বললেন, এর যৌতুকের মামলা আদালত ছাড়া হবেনা। আমি বললাম, মারধরের মামলা নেন। তারা বললেন, দুদিন পরে এ মহিলা ভালো হয়ে যাবেন তখন আদালতকে আমরা কি জবাব দেবো। আর তিনিতো মামলা লিখে নিয়ে আসেন নি। আমি বললাম ফৌজদারী কার্যবিধি অনুযায়ী মৌখিক এজাহার লিখতে ডিউটি অফিসার বাধ্য। এ সময় আমাকে বললেন, আপনার এত মাথা ব্যাথা কেন? আমাদের মাসে ৩০টির বেশি মামলা হলে জবাবদিহি করতে হয়। জবাব কি আপনি দেবেন? এসময় থানার সেকেন্ড অফিসার এসে বললেন, ফাক সাংবাদিকের গুষ্ঠি। এরে ধরে লকআপে ঢুকাও। এ জেএমবির ইনফরমার। আমি সঙ্গে সঙ্গে অফিসে ফোন দিলাম। অফিসের ঝাড়ি খেয়ে ওই সেকেন্ড অফিসার নরম হয়ে গেলেন। বলেন, আপনার ব্যক্তিগত কিছু থাকলে বলেন করে দেই। আমি বললাম আমার ব্যক্তিগত কোন কাজে থানায় আসিনি। তারপর বললেন, সকাল থেকৈ গায়ে পোষাক চড়িয়েছি রাত ৯ টা বাজে এখনো খুলতে পারিনি। এর মধ্যেই এলাকায় দুজন খুন হয়েছেন। অফিসারদের গালি থখতে খেতে মাথা ওলট পালট হয়ে গেছে।
আমি বললমা, আপনারা পুলিশের চাকরি নেয়ার সময়ইতো এটা মাথায় রাখা দরকার ছিল - যে আপনারা যত কষ্ট করবেন এলাকার লোকজন তত শান্তিতে থাকবেন। আপনাদের যে বিরক্তি ও লোকজনের সঙ্গে খারাপ ব্যাবহার তাতে আপানদের পুলিশে যোগ দেয়ার কোন মানে নেই।
আমি ধান ভাংগতে শিবের গীত গেয়ে ফেললাম। আসলে কর্তৃত্ব দুই প্রকার। একটি হলো- লিগাল রেশনাল অথরিটি। এটা সরকারী কর্মকর্তা হলেই লাভ করা যায়। মানুষের জন্য বেশি কাজ করা যায়। ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করতে পারতেন। কিন্তু তিনি কিছুই করলেন না। আমি পুলিশ হলে যা করতে পারতাম, সাংবাদিক হয়ে তার জন্য কিছু করতে পারিনি। কারণ আমার যে লিগাল রেশনাল অথরিটি নেই।
তবে আমি অনেক নতুন কর্মকর্তাদের দেখেছি। আশায় বুক বেধেছি। এরাই পারবেন দেশকে পাল্টে দিতে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।
সবাই আমার জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ দুপুর ২:৩৮