জেনারেশন গ্যাপ বলে ইংরেজিতে একটা কথা আছে যার কিছু বাস্তব চিত্র আমার চোখে পড়েছে এবং তার কিছু তুলে ধরলাম ।
ছোটবেলায় আমরা জামাই-বৌ বা বৌ-বৌ বলে একটা খেলা খেলতাম কিন্তু আমাদের এলাকার পিচ্চি ছেলে-মেয়েদের দেখলাম বয় ফ্রেন্ড-গার্ল ফ্রেন্ড খেলতে । এক পিচ্চি ছেলে আরেক পিচ্চি মেয়েকে বলছে,"তুমি বুলে আমার গার্ল ফ্রেন্ড,ভাল ?!"
এরা বুঝে গেছে বিএফ-জিএফ কি জিনিস ।
আমরা যেখানে লুকোচুরি খেলেছি এরা সেখানে পাড়ার রাস্তায় হরতাল-হরতাল খেলে ।
আমরা টেনিস বল দিয়ে বোম বাসটিং খেলেছি আর এরা পলিথিনের মধ্যে বালু ঢুকিয়ে ককটেল মারামারি খেলে ।
ঈদ পরবী বা সালামি নেওয়ার জন্য আমরা এক প্রকার ঝাপিয়ে পরতাম আর এদের ঈদের পরবী দিলে নিতে চাই না,কেননা এরা শিখেছে…কারও কাছ থেকে কিছু নেবে না, কেও কিছু দিলে খাবে না এবং কাওরে কিছু দিবাও না !!!
আমরা ছোটবেলায় বিভিন্ন সিরিয়াল বা কার্টুনের ক্যারেক্টার (শক্তিমান,মুগলি) নিয়ে বা বিভিন্ন বাংলা ছড়া নিয়ে মজা করতাম । আর এরা বাংলা ছবির বিভিন্ন ডায়ালগ দেওয়ায় পটু । যেমন: খাইছি তোরে,বিয়া দিবি কিনা বল…
শাকিব খান বা অনন্ত জলিল পর্যন্ত এদের হাত থেকে রেহাই পাই না ।
এখন আসি গালিগালাজের কথায় ।
আমরাও বিভিন্ন সিরিয়াস বাংলা গালি দিতাম এরাও দেয় তবে এতে কিছু নতুন গালি যুক্ত হয়েছে । যেমন: রাজাকার, নাস্তিক...
আমি জানি না আমাদের পরবর্তি প্রজন্ম কোনদিকে যাচ্ছে আর আমরাই বা কোনদিকে যাচ্ছি ।
এটাই হয়তো আধুনিক সভ্যতা আর অত্যাধুনিক প্রযুক্তির ছোয়া ।
--------------------------------------------
ব্লগে সবার ঈদ আর কোরবানি নিয়ে এত লিখা পড়েছি যে আমি এই বিষয়ে লিখার কিছু খুঁজে পাচ্ছি না । তাই একটা রিপোস্ট দিলাম,কিছু নতুন সংযোজন করে ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২