আলো আসবেই নামক ফাস হওয়া ওয়াটসএপ গ্রুপে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা, সহিংসতার উষ্কানি দেয়া হচ্ছিলো৷ গ্রুপের এডমিন ছিলো সাজু খাদেম আর আরাফাত। ওকে দ্রুত গ্রেপ্তার করা হোক। ছাত্র হত্যায় উষ্কানি দেয়ার জন্য এই গ্রুপের সকলকে যারা আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে পর্যায়ক্রমে ধরা হোক।
গণহত্যার দায়ে জঙ্গি সাজু খাদেমকে গ্রেফতার করুন
আলো আসবেই নামক ফাস হওয়া ওয়াটসএপ গ্রুপে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা, সহিংসতার উষ্কানি দেয়া হচ্ছিলো৷ গ্রুপের এডমিন ছিলো সাজু খাদেম আর আরাফাত। ওকে দ্রুত গ্রেপ্তার করা হোক। ছাত্র হত্যায় উষ্কানি দেয়ার জন্য এই গ্রুপের সকলকে যারা আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে পর্যায়ক্রমে ধরা হোক।
আমি কোথাও পুলিশ হত্যার উসকানি দেইনি। বরং আওয়ামী জঙ্গি সন্ত্রাসীরা পুলিশে নিয়োগ নিয়ে জনতার উপর যে গনহত্যা চালিয়েছে, জনতা সেটার প্রতিশোধ নিয়েছে, যদিও আমি সেটার সমর্থন করি না। বরং আমি এসব আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশের বিচার করে আইন অনুযায়ী সাজা দেওয়ার পক্ষে। কিন্তু যার স্বজন এবং প্রিও বন্ধু বান্ধবকে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশ খুন করেছে তারা নিজেকে আর ধরে রাখতা পারেনি।
আচ্ছা পাবলিক তো তাদের স্বজন এবং প্রিও বন্ধু বান্ধবকে হত্যার বিপরীতে প্রতিশোধ নিতে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশকে মেরেছে। কিন্তু আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশ কেন জনতাকে খুন করলো? জনতা তো শুধু তাদের ন্যায্য দাবিটুকুই চেয়েছিল।
প্রহররাজা বলেছেন: রাস্তা আটকে পুলিশকে আক্রমন করলে এর বিপরীতে কি আশা করেন?
কেন তেরোর শাহাবাগ কি ঘরে বসে হইছিল নাকি? তখন রাস্তা বব্ধ হয়নি? নাকি তখন খুনি হাসিনা মানুষের জন্য হেলিকাপ্টারের ব্যাবস্থা করেছিল?
আন্দোলন জমানোর জন্য কিছু লাশ দরকার ছিলো,এরজন্য পুলিশএর দিকে প্রচন্ড আক্রমনাত্মক ভাবে লেলিয়ে দেওয়া হয়েছিলো কিছু লোককে৷
আর আমরা আম্লিগ জঙ্গি সন্ত্রাশিদের মতো কানা এবং বয়রা না, আমরা ভিডিওতে দেখছি কিভাবে প্রান নিয়ে পালানোয় চেষ্টারত নিরস্ত্র ছাত্রজনতাকে পিছন থেকে গুলি করে খুন করেছে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশ।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কোথায় আম্লিগের উচিত ছিল গণহত্যার জন্য অনুতপ্ত হওয়া, জাতীর কাছে ক্ষমা চাওয়া। তা না করে অরা আগের মতই মিথ্যচার করে বেড়াচ্ছে! পঁচাত্তরে প্রচার ব্যবস্থা আজকের মতো ছিল না, তখন ফেসবুক ছিল না, এবং বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, দুটো কারএ আম্লিগ একটা সুযোগ পেয়েছে। কিন্ত এটা ২০২৪, ১। ফেসবুক ইউটিউবে আম্ললিগের সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে।
২। খুনি হাসিনা গ্রেফতার না হয়ে বিচারের মুখমুখি না হয়ে পলায় গেছে। এই দুটো কারনে সন্ত্রাসী জঙ্গি আম্লিগ শেষ
হা হা হা, আমি না, আম্রিকাই হাসিনাকে সন্ত্রাসী জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। দখলদারি হারাইয়ে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের এখন মাথা খারাপ হয়ে গেছে। পিটাহাসকেও জঙ্গি বলছে, হা হা হা। কয়দিন পন, রাতে ঘুমের মধ্যেও এরা জঙ্গি জঙ্গি বলে চিল্লায় উঠবে। হা হা হা
স্বাধীনতার ঘোষক কে?
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে "আসসালামুয়ালাইকুম" বলে পাকিস্তানকে বিদায় জানানোর ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি তখন পূর্ব বাংলার জনগণের অধিকার, ভাষা, ও স্বাধীনতার... ...বাকিটুকু পড়ুন
সেলিম অনোয়ারের ব্যান নিয়ে আপনি কিছু বলছেন না কেন?
এই ব্লগে কাকে ব্যান, সেমিব্যান, কমেন্ট ব্যান করলে আপনি খুশী হয়ে থাকেন? চাঁদগাজী/সোনাগাজীকে নিশ্চয়ই; এটা ভালো! চাঁদগাজী/সোনাগাজী "ব্যক্তি আক্রমণ" করে থাকে। সেলিম আনোয়ার কি আক্রমণ... ...বাকিটুকু পড়ুন
ষড়যন্ত্র করে অন্য দেশের সাহায্য নেয়া আওয়ামীলীগের পুরানো অভ্যাস
বহুদিন পর্যন্ত এই দেশের লোক জানতো যে আগরতলা ষড়যন্ত্র মামলা মিথ্যা ছিল। জনগণের ধারণা ছিল শেখ সাহেবকে শায়েস্তা করার উদ্দেশ্যে পাকিস্তানের শাসকরা এই মামলা সাজিয়ে ছিল। কিন্তু বেশ কয়েক... ...বাকিটুকু পড়ুন
খুনির মুখে ইতিহাস শিক্ষা ও অধঃপতিত মানস
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর শরিফুল হক ডালিমকে প্রকাশ্যে এনেছেন আলোচিত ফেসবুক-সাংবাদিক ইলিয়াস হোসেন। গত রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর... ...বাকিটুকু পড়ুন
আবার আসিবো ফিরে.....
আবার আসিবো ফিরে.....
যেখানে গেলে অনেকদূর অব্দি মাঠ দেখা যায়, কচি রোদের তাপে পুড়িয়ে নেওয়া যায় পিঠ। রাতের আলো আঁধারিতে সমস্ত কোলাহল সরিয়ে রেখে খোলা যায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করলেই পোকাদের... ...বাকিটুকু পড়ুন
১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১ ০