উটপাখীর স্বভাব হলো কোন প্রতিকূল পরিবেশ আচঁ করতে পারলে তারা বালিতে মুখ লুকিয়ে রাখে। আমরা উটপাখীর জীবন চাই না আমরা চাই মানুষের জীবন। এই রকম একটা বিজ্ঞাপন সম্প্রতি বিভিন্ন চ্যানেলে ব্যাপক হারে প্রচার করা হচ্ছে এবং সেটা হচ্ছে প্রথম আলোর "বদলে যাও বদলে দাও" সিরিজের নতুন একটি বিজ্ঞাপন।
প্রথম আলো নিজে কি সেই স্লোগান বিশ্বাস করে? তারা কি আসলেই চাই বর্তমান সমাজকে সত্যিকার অর্থে বদলে ফেলতে? নাকি ঘটনা পর্যবেক্ষন করে নিজেকে সেইফ সাইডে রাখতে যেখানে মুখ লুকানো দরকার সেখানে মুখ লুকিয়ে রাখে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনায় দেখা যায় কিছু কিছু ব্যাপারে তারা বেশী সরব আবার কিছু ব্যাপারে রহস্যজনক নিরব। এই বৈশিষ্ট্য তো উটপাখীর জীবনের সাথে মিলে যায়।
আমার জানতে ইচ্ছা করে ভিকারুন্নেসার পরিমলের ঘটনায় কারা বালিতে মুখ লুকিয়েছিল?

