গত ১৩ জানুয়ারী সামুর জনপ্রিয় ব্লগার "জোবায়ের বিন ইসলাম" এরকম একটা পোষ্ট দিয়েছিলেন--
"একজন বাবার জবাব ।। একটি পোষ্টের প্রশ্নের ভিত্তিতে (সুন্দরী প্রতিযোগিতা)"
পোষ্টটির বর্তমান পরিসংখ্যান হলো:
পঠিত: ১২৩৯ বার
মন্তব্য: ১২৩ টি
প্লাস রেটিং: ৭ জন
মাইনাস রেটিং: ৭০ জন
অন্য সবার মত আমিও একটা মন্তব্য করেছিলাম, মন্তব্যটি ছিল এরকম-
মোসাব্বির বলেছেন:
"আমার মেয়েকে দেখে কেউ তালি কেন বাজাবে? শিশই বা কেন দিবে? যদি দেয় তাহলে আমার মেয়ে তাঁর হাত ভেংগে দিবে অথবা ঠোঁট টেনে ছিঁড়ে ফেলবে"
ভাই আপনি কোন দেশের নাগরিক? পৃথিবীতে এমন কোন দেশ আছে কিনা আমার জানা নেই যেখানে মেয়েদের উদ্দেশ্যে তালি বা শিশ দলে মেয়ে এসে হাত ভেংগে দিবে অথবা ঠোঁট টেনে ছিঁড়ে ফেলবে।
আপনার প্রধান সমস্যা হলো আপনি থিওরী পরিষরে সীমাবদ্ধ, বাস্তব দেখেন না বা দেখতে চান না। তর্কের খাতিরে আপনি খুরা যুক্তি দিয়ে তর্ক চালাতে পারবেন কিন্তু বাস্তবতা অন্য জিনিস।
শিক্ষাগত যোগ্যতা কেন দরকার জানিনা তবে এ কথা উল্লেখ করে নিজের দৈন্যতা প্রকাশ করলেন। আপনার শিক্ষাগত যোগ্যতা আমি জানিনা তবে মনে হয় আমার শিক্ষাগত যোগ্যতা আপনার চেয়ে কম হবে না।
মন্তব্যের জবাব পেয়েছি এরকম-
লেখক বলেছেন: আপনার উত্তর এর কোন ভ্যালু নাই। আজাইড়া।
আমি উনার কাছে আরো বস্তোনিষ্ট জবাব আশা করেছিলাম। যাই হোক আরো অনেক অনেক ভাল ও সুন্দর মন্তব্যের জবাব তিনি একই ভাবে দিয়েছেন। আধিকাংশ মন্তব্যই উনার পছন্দ হয়নি। উনি মন্তব্যকারীর শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু আপত্তিকর জবাবও দিয়েছেন, যেমন-
"পাশের সার্টিফিকেট তো আজকাল পান দোকানেও মিলে।"
আমার মনে হয় না সামুর কোন ব্লগারই পান দোকান থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছেন।
যাই হোক, আমার উপরোক্ত মন্তব্যের কারণে উনি আমাকে ব্লক করেছেন। আমার মন্তব্যটা কি ব্লক করার মত ছিল??
আমার ধারণা উনি আমার মত আরো অনেককেই ব্লক করেছেন......
আপনাদের মন্তব্য আশা করছি....
ধন্যবাদ