শাহরুখ ঝড়ে আমার এই পোষ্টটি প্রথম পেইজে ১০ মিনিটও টিকতে পারলনা তাই আজ আবার রিপোষ্ট করলাম-
এমন কিছু তথ্য আছে যা সচরাচর নিউজপেপার বা মিডিয়াতে প্রকাশ করা হয় না কিন্তু জনমনে তথ্যগুলো ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। লিন্ক না থাকায় গত কয়েকদিন ধরে ভাবছি ব্লগে দিব কি না, কিন্তু কয়েকজন ব্লাগারের পরামর্শে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম। লিন্ক না থাকায় তথ্যগুলোর ব্যাপারে সন্ধেহ করার কোন অবকাশ নাই কারন এর প্রত্যেকটাই সত্য। আপনাদের কারো কাছে যদি কোনটির লিন্ক থেকে থাকে তবে তা মন্তব্যে উল্লেখ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
১। কবিগুরু রবিন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন অতুলনীয় ব্যক্তিত্ব। বাংলা ভাষাকে সমৃদ্ধকরণে তার অবদান অনস্বীকার্য। কিন্তু আপনি জানেন কি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে কয়েকজন বিরোধীতা করেছিল তার মাঝে উনি অন্যতম। এমনকি তিনি তৎকালীন বৃটিশ শাসককে বুঝাতে চেষ্টা করেছিলেন বিশ্ববিদ্যালয়টি যেন ঢাকায় না হয়।
২। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহন আমাদের বিজয়কে অনেকটা সহজ করে দিয়েছিল। ভারতের এই মহান অবদানকে এজন্যে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। কিন্তু আপনি জানেন কি মুক্তিযুদ্ধাদের সহযোগীতা নয় বরং পাকিস্থানকে দ্বিখণ্ডিত করাই ছিল মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহনের একমাত্র লক্ষ্য। সম্প্রতি রাহুল গান্ধীর এক বক্তব্যে এই তথ্যের সত্যতা পাওয়া যায়।
৩। মাওলানা আবুল কালাম আজাদ ইসলামী দিকনির্দেশনা মূলক বিভিন্ন বয়ানে আমাদের আস্তাভাজন হয়েছিলেন। N TV-র একটা টকশোতে ইসলামী বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। কিন্তু আপনি জানেন কি মুক্তিযুদ্ধের সময় উনি কট্টর স্বাধীনতা বিরোধী অবস্থানে ছিলেন। এলাকায় তিনি বাচ্ছু রাজাকার হিসাবে ব্যাপক পরিচিত।
৪। বাংলাদেশ টেস্ট স্টেটাস পেয়েছে ১০ বছর হয়ে গেল। এই ১০ বছরে বাংলাদেশ টেস্ট প্লেয়িং দেশসহ আরো অনেক দেশে গিয়ে ODI ও Test খেলার সুযোগ পেয়েছে। কিন্তু আপনি জানেন কি ভারতের মাটিতে বাংলাদেশ এখনো ODI ও Test খেলার সৌভাগ্য অর্জন পারেনি। দাদারা এখনো তাদের মাটিতে আমাদেরকে যোগ্য মনে করে না।
৫। বেগম মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের স্ত্রী হিসাবে আমাদের কাছে পরম শ্রদ্ধেয়। মুক্তিযুদ্ধের প্ররম্ভে বঙ্গবন্ধুকে গ্রফতার করা হলে উনি খুবই অসহায় হয়ে পড়েন। কিন্তু আপনি জানেন কি এই অসহায় অবস্থায় উনি ভরণ-পোষনের জন্য পাকিস্থানী বাহিনীর কাছ থেকে মাসে ১৫০০ টাকা করে পেতেন।
৬। টারজান (দি শেম অব জেন) মুভিটা হয়ত অনেকেই দেখেছেন। এই ক্যাটাগরির মুভিতে এটা বেশ জনপ্রিয় একটা মুভি। কিন্তু আপনি জানেন কি মুভির প্রধান দুই চরিত্র রোক্কো (টারজান) এবং রোসা (জেন) তারা বাস্তবে স্বামী-স্ত্রী। মুভিটি ১৯৯৪-এ মুক্তি পেলেও তারা ১৯৯১ সনে বিয়ে করেন এবং এখনো তাদের সংসার খুব ভাল ভাবে টিকে আছে। ১৯৯৬ এবং ১৯৯৯ সালে এই দম্পতি ২টি পুত্র সন্তান জন্ম দেন।
৭। বর্তমান বিশ্বের সবচাইতে ভয়াবহ থ্রেড হলো পারমানবিক অস্র। এ পর্যন্ত ৮-১০টা দেশে পারমানবিক বোমা আছে বলে ধারনা করা হয়। ইতিমধ্যে এই দেশগুলো নিজ ভূমিতে পারমানবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। কিন্তু আপনি জানেন কি ইতিহাসে আমেরিকাই একমাত্র রাষ্ট্র যারা অন্য রাষ্ট্রের উপর তা সফল ভাবে প্রয়েগ করেছে।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতাযুদ্ধের অন্যতম পথিকৃত। বঙ্গবন্ধু না হলে আমরা হয়ত এখনো পরাধীন থাকতাম। তার বলিষ্ঠ নেতৃত্বে বাঙ্গালী জাতি স্বাধীনতাযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। কিন্তু আপনি জানেন কি বঙ্গবন্ধুর কোন আত্নীয়ই মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেনি। এখন পর্যন্ত বঙ্গবন্ধুর কোন আত্নীয়ের মাঝে মুক্তিযুদ্ধা খুজেঁ পাওয়া যায়নি।
৯। বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর নেতা বারাক ওবামা কিছুদিন আগে ভারত সফর করে গেলেন। এর পূর্বে আমাদের প্রধানমন্ত্রী (যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে) ওবামাকে ভারত সফরের সময় বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান। কিন্তু আপনি জানেন কি ওবামা তা সরাসরি নাকচ করে দেন এমনকি প্রধানমন্ত্রী ১০ মিনিটের জন্য চায়ের আমন্ত্রন করলেও অপারগতা প্রকাশ করেন। ভারতে ৫ দিন থাকলেও বাংলাদেশের জন্য ১০ মিনিট সময় করতে পারলেন না।
১০। ২০০৮ সালে নির্বাচনোত্তর জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলে ভোটারদের আকৃষ্ট করেছিলেন। একটা স্লোগান এরকম ছিল "দশ টাকা কেজি চাল খাব নৌকায় ভোট দেব"। কিন্তু আপনি জানেন কি প্রধানমন্ত্রী রাষ্ট্রের রেসপনসিবল ব্যক্তি হয়েও সম্প্রতি এক জনসভায় উপরোক্ত স্লোগানকে সম্পূর্ন অস্বীকার করেছেন।