এই যে তুমি দেখলে না আমায়, সারা বেলা
মনে কি পড়েছিল অলস দুপুরের ঘুমে
নাকি বৃথাই গেল মিথ্যে লুকোচুরি খেলা
জানি হয়ত, মেঘ জমেছিল তোমার মনে।
সিঁড়িতে যখনই শুনেছো পায়ের আওয়াজ
মন খুশিতে তুমি, ভেসে গেছো হাওয়ায়।
দেখো, বেলা গলে সন্ধ্যা এলো চলে
এখনো আমি, পাঁচ'টায় পারিনি ছুটতে।
অপেক্ষার দৃষ্টি কি ছিল জানলায়
জানো, বড্ড বাজে অবস্থা আজ রাস্তায়।
চিন্তার বলিরেখা ফুঁটে উঠেছিল কপালের ভাজে
জানি এর শেষ হবে দু'জনায় দেখা পেলে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৭