করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবার বাড়ছে। এ সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। পর্যায়ক্রমে দেশের সর্বস্তরের মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের আওতাভুক্ত হচ্ছে। বাদ যাচ্ছে না স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাও। পাড়া মহল্লার মসজিদের মাইকে ডেকে নিয়ে এখন এ ভ্যাকসিন দেওয়াও হচ্ছে।
করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অমর একুশে বইমেলা দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে ফিফটি পারসেন্ট জনবল দিয়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসবের উদ্দেশ্য জনগণকে জনবিচ্ছিন্ন রাখা। জন সমাগম রোধ করা।
জনসমাগম রোধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অপর দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে। শাবিপ্রবিতে উপচার্যের পদত্যাগের দাবিতে অনশন মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। জাবির শিক্ষার্থীরাও করেছে এ সংক্রান্ত আন্দোলন। ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষ চলমান পরীক্ষা অবশিষ্ট দুটি স্থাগিত করা হয়েছিল। পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে পূণরায় পরীক্ষা দুটি গ্রহণের রুটিন দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধের এ দু সপ্তাহের মধ্যেই সেগুলো শেষ হবে।
ঢাকায় মহাসমারোহে চলছে ২৬ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাসে মোট আসনের অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহনের কথা বলা হয়েছিল। পরিবহন মালিকদের ভাড়া বৃদ্ধির করবে বলেছিল। তারপর অর্ধেক যাত্রী পরিবহনের সেকথা আর শোনা যাচ্ছে।
একটি দেশে এতো অসংগতিপূর্ণ কর্মকাণ্ড দেখে এখন আর অবাক হই না। হাসিও পায় না। এটা বাংলাদেশ। এখানে এখন অসংগতি বলে কিছু নেই।
-সোহাগ তানভীর
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭