একরাতে তুমি আমি এক ট্রেনে
মুখোমুখি কেউ কারেও না চিনে
একদিন
ধরো তুমি গন্তব্যহীন
সন্ধ্যার একরাশ ক্লান্তি নিয়ে
ঠিক এসে বসে পড়লে গা এলিয়ে
রাত বাড়ে ট্রেন চলে তার সাথে কোন এক অজানা পথে
পৃথিবীর সমস্ত কোলাহল চলে গেছে অন্য জগতে
সবকিছু উচু নিচু সব অভিমান
ঘরবাড়ি-গাছপালার মতোই পিছনে ধাবমান
কেবল,
তুমি আমি এক ট্রেনে চুপচাপ বসে
রাত বাড়ে থেমে গেছে সব কোলাহল
আর সব মেঘেরাও ফিরে যায় আশ্বিনে
এক ট্রেনে তুমি আমি
তবু কেউ কারেও না চিনে...
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২