পাকিস্তানের এক সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলে বিপাকে পড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন!
"৫২ ভাষা আন্দোলন কি এই জন্যে বাঙালিরা জীবন দিয়েছিল?
কোথায় গেলো বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা? বুকের রক্ত কি উর্দুতে কথা বলার জন্য দেয়া হয়েছিলো?
সালমাকে দেশে ফিরিয়ে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। তার ক্রিকেট খেলার উপর আজীবন নিষেধাজ্ঞা দিয়ে দেশকে কলংকমুক্ত করা হোক..
ব্লা ব্লা ব্লা...."
যে মেয়েটা পাকিস্তানের মতো জঙ্গী-রাষ্ট্রে ক্রিকেট খেলতে গেছে (অবশ্যই জীবন বাজি রেখে, কেননা জঙ্গীদের প্রধান টার্গেট মেয়েরাই!), তার দেশপ্রেম কেবল উর্দুতে কথা বলাতেই শূণ্য হয়ে গেলো? বাংলা ভাষার অপমান হয়ে গেলো?
হায় বাঙালি!
যখন তুমি 'খাইছো'কে 'খাইসো', 'গেছি'কে 'গেসি' বলে/লিখে বাংলা বর্ণমালার 'ছ' কেই মুছে ফেলছো, ফান করে 'জীবন'কে 'গেবন' লিখতে লিখতে অজান্তেই 'মুরাদ টাকলা'য় পরিণত হয়ে যাচ্ছো তখন বাংলা ভাষার অপমান হয় না?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সমস্ত মিডিয়ার সামনেই পরিষ্কার বাংলায় উপস্থিত সবার উদ্দেশ্যে বলেছিলেন, "আপনারা ভালো আছেন?"
তখন কিন্তু ভারতীয়রা মোদির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে নি। অথচ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যদি ভারতের কোন এক সফরে গিয়ে হিন্দিতে কথা বলতেন তাহলে নিশ্চিত তাকে 'ভারতের দালাল' আখ্যায়িত করা হতো!
উর্দুতে/হিন্দিতে কথা বলতে পারাটা একটা যোগ্যতার ব্যাপার। ইউরোপ আমেরিকার অনেকেই second/third language হিসেবে স্প্যানিশ, মেক্সিকান, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষা শেখে। তাদের দেশপ্রেম আমাদের থেকে কম নয়।
নিজের ভাষাকে বিকৃত না করে কয়েকটা ভাষা জানা অনেক বড় ব্যাপার। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ আঠারোটা ভাষা জানতেন!
মোদি যখন পরিষ্কার বাংলায় কথা বলেছিলেন/টুইট করেছিলেন তখন তার প্রতি আমাদের শ্রদ্ধা কোন পর্যায়ে চলে গিয়েছিল জানেন? সালমা খাতুনের ব্যাপারটাও ঠিক এইভাবে চিন্তা করুন না কেন? নাকি পাকিস্তানিদের কাছ থেকে শ্রদ্ধা পাওয়াটাও দেশপ্রেমহীনতা???
জাতিগত বিদ্বেষ ঝেড়ে ফেলুন...
ভাষাগত গোঁড়ামি দূর করুন।
সংবিধানের ২৫নং অনুচ্ছেদটা এক নজর দেখুন।
'সব দেশের সাথেই সুসম্পর্ক, কোন বৈরিতা নয়'- ঢাকা শহরের বিলবোর্ডগুলোতে ইহাই প্রোপাগান্ডা হিসেবে প্রচার করছে বর্তমান সরকার....
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩