তোমায় আমি যা বলি তাই বিষন্নতা
কিন্তু তুমি তার কি কোন অর্থ করো?
চোখ ফিরে তাই চাইলে তুমি দেখতে পাবে
বিষন্নতা নয়তো কোনো বর্ণচোরা;
একলা-গভীর আকাশ আমার নীলে ঠাসা
সরষে-ফুলের আনন্দটুকুই নিংড়ে নিও
আমার ভিতর তোমার পাখা মেলে ধরো
আমার গভীর আমাজনে যাও না উড়ে
হলুদ যদিও বিদঘুটে রং দেয়াল-জুড়ে
হলুদ পাখির ডানায় তোমায় দারুণ লাগে!
উড়তে থাকো ককপিটে হে আকাশবালা
হৃদয় দিলাম, এখন তুমি অনুভবে
আমায় ভাবো, বিষন্নতার দেয়াল চিড়ে..