জি, মানুষ যেখানে মঙ্গল গ্রহে সেখানে এভারেষ্ট এর উপরে গিয়া কি সাধন হবে কে জানে। বললাম এজন্যে যে ঘটনা সত্য না মিথ্যা এটা নিয়েই একটা ঝামেলা তাই ঝামেলা আর ভাল লাগে না। মূসা সাহেব জয় করে থাকলে ভাল , না করলেও কোন সমস্যা নাই কারন তার আগে যে কোন বাঙ্গালী এভারেষ্ট জয় করে নাই তার প্রমান কি ? বাংলার এত কাছে এটা, এত মুনি সন্নাসী যেত সেখানে আরাধনা করতে এত হাজার বছরে কেও যায় নাই আমার মনে হয় না।
যাক আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম বার্ষিকী।
জানি রবিন্দ্রনাথ হলে বিশাল কাহিনী হয়ে যেত।
আসলে জাতী্য় কবি কে সন্মান তেমন তো করা হয় না। তারপরও আমি চাই সামু জাতী্য় কবি কে সন্মান দিয়ে একটা নোটিশ দিক। যদিও জীবনেও দেখি নাই তা, তারপোও ভাইয়েরা যদি দাবীটা সমর্থন দেন খুশি হব।
একটা কবিতা আগেও সামুতে আসছে আজ কবিকে স্মরণ করে আমি দিলাম
লিচু-চোর। কাজী নজরুল ইসলাম
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম্ একটু দাঁড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গ্যে যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে!
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিল খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি!
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
আরে ধ্যাৎ শেয়াল কোথা?
ভোলাটা দাঁড়িয়ে হোথা!
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!
‘বাবা গো মা গো‘ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!
যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভোলা-
মালীর ঐ পিটনিগুলা!
কি বলিস্? ফের হপ্তা!
তৌবা-নাক খপতা।
ফেসবুকে কবির জন্মদিন
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১০ ভোর ৬:৩৩