গতকাল মধ্যরাতে ফেসবুক খুলতেই চোখে পরলো একুয়া আপুর মোড়ক উন্মোচনের ইভেন্ট । ৩ ফেব্রুয়ারি থেকে বইটি অন্যপ্রকাশ স্টলে পাওয়া গেলেও মোড়ক উন্মোচনের জন্য অপেক্ষায় ছিলাম।
একুশের বইমেলা ২০১৩ তে তার ছোটগল্পের সংকলন নগরের বিস্মৃত আঁধারে-এর মাধ্যমে পাঠকদের মাঝে নিজেকে তুলে ধরেন । ২০১৪ -তে প্রকাশিত হয়েছিল তার প্রথম সম্পূর্ণ উপন্যাস, কিছু বিষাদ হোক পাখি এবং ২০১৫ তে এলো , " এই শহরে মেঘেরা একা"।
আমি নিশ্চিত সেই দিন আর খুব দূরে না যেদিন অন্যপ্রকাশের স্টলে থাকবে অসংখ্য মানুষের ভিড়। কারো কারো পিলে চমকে উঠবে হুমায়ূন আহমদের কি আবার ফিরে এলো নাকি , নতুন কোন হিমু বা মিসির আলির বই নিয়ে । কিন্তু না এই ভিড় কেবল হুমায়ূন ভক্তদের না সাথে আছে একুয়া ভক্তরাও।
তিনটা নাগাত টিএসসি থেকে বই মেলার দিকে আগাচ্ছি। গেটের কাছাকাছি যেতেই শৈশব স্যারের সাথে দেখা তার মাধ্যমেই একুয়া আপুর সাথে পরিচিত হলাম যদিও গতবার দেখছি আপুকে । আপুর ছবি পাওয়া দুষ্কর দেখতে হলে মেলাই একমাত্র স্থান। নজরুল মঞ্চে ধীরে ধীরে মানুষ বাড়ছে কিছু পরিচিত মুখ কিছু ,প্রিয়
লেখক আর কিছু প্রিয় বন্ধু। এবার মোড়ক উন্মোচনের কিছু ফটুক
পোস্ট এখানেই শেষ আর কোন কথা নেই ------------
বইটি পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশের স্টলে , মূল্য ১৩১ টাকা।
অনেক অনেক শুভকামনা আপুর জন্য