ধর্মই তো মানুষকে 'মানুষ' ঘোষণা করেছে, ধর্মই মানুষকে 'সৃষ্টির শ্রেষ্ঠ জীব' ঘোষণা করেছে। যারা আগবাড়িয়ে, ধর্মকে এড়িয়ে 'মানবধর্ম' নামে আরেকটা ধর্ম খাড়া করে; তারা তো ছাগলের সতেরো নম্বর বাচ্চার মতো। তাদের প্যাঁদাপ্যাদিতে আপ্লুত হওয়ার কিছু নেই।
'আমি হিন্দু/মুসলমান/বৌদ্ধ-/খ্রিস্টান অথবা মানুষকে ধর্মের নামে ভাগাভাগি করি না, মানুষকে মানুষ হিসেবে দেখি' বলে চটকদার ডায়লগ ছুঁড়ে, তারা প্রকারান্তরে ধর্মকে অস্বীকার করে। তারা বুঝাতে চায়, ধর্ম মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে, তিনি এবার মানবতাকে উদ্ধারের মহান দায়িত্ব নিয়ে নাজিল হয়েছেন! এদের চুটকির চেয়ে মহামূল্যবান অমৃত আমার রয়েছে বলে শরাবিদের চুটকিতে মগজ মোচড় দিয়ে ওঠে না।
ধর্মই আমাকে শিক্ষা দেয় 'বাড়াবাড়ি না করতে', 'ফাসাদ হত্যার চেয়ে জঘন্য', 'নিরপরাধের হত্যা সমগ্র মানবের হত্যাতুল্য'। ধর্মই আমাকে শিক্ষা দেয় 'সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের আমানত', 'মানুষের ওপর ইহসানের' । নরম দিল, অশ্রুপূর্ণ চোখ, সহাস্যমুখ অথবা আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়- এসব তো ধর্মেরই শিক্ষা।
ওরা যারা সিগারেটের ধোয়া ছুঁড়তে ছুঁড়তে, এস্তেঞ্জাহীন নাপাক প্যান্ট পরে 'ভাবধরা ধর্ম' উৎপাদন করে, তারাই মানবজাতির জন্যে বেশি হুমকিদায়ক।
'মানবতাবাদী ধর্মের আবিষ্কারকদের চেয়ে মানুষের স্রষ্টার ধর্মই মানুষের জন্যে অধিক কল্যাণকর।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭