ফুল বাগানে উড়াউড়ি করি ফুলেরে ছুঁইতে মানা
ফুল তরঙ্গে বুলবুল ভুলে অর্গল খুলে ডানা
মালিনী বাঁধে শর্তের জালে অঙ্গের কারুকাজ
ফুল অঙ্গারে পুড়া আত্মারে খামচায় মরুবাজ ।
ফুল 'ফুল' না ফুল প্রতারণা ফুল এক খাবখোর
ফুল গতরে হুল দেখে-মেখে রাত্রি হয় যে ভোর
ছুঁইতে মানা তবুও যে মন ছুঁয়াছুঁয়ি করে যায়
শরীরিণী হে! এতো রওশন প্রেমহীন থাকা দায় !
বারণ বানে রূহের পিদিম অমারাত্রির দেশে
একাকী আমি গ্রহণের ফাঁদে ফুলেরেই ভালবেসে,
উথল প্রাণে ফুল ছুঁয়ানোর শরাবসুরাহি খাব
দীর্ণ দিলে ফুল-ফুলকির দাউদাউ মরু-দাব ।
চোখের আলো দুলকায় দিলে দখিণায় দেখে ফুল
হাত ছুঁয়ালে ভুল ভুল বলে গেয়ে ওঠে মালী কুল
অধরা খাবে কেন যেন হায় বৃন্দাবনের তীরে
রঙে রঙিন শত সঙিন ফুলেরে রয়েছে ঘিরে ।
পাপড়ি খোলে তলেতলে ফুল নীলের নহরে যায়
আমি অভাগী নীল-ঢেউ দিলে তেতিয়ে উনুন ধায়
দীল-চাঁদনি চমকায় দিলে চোখে তমসা'র বন
বিবাগী রূহে সয় না গো আর আন্ধারি জ্বালাতন।
নিষিদ্ধ এক পত্রনামায় মালিনী-ধোঁকা'য় ফুল
বিষুয়া ঠোঁটে ফরমান পড়ে তর্জমা করে ভুল
তীক্ষ্ণ তিরে বিষের দানায় নিষেধের বাণী বুনে-
"ফুল বাগানে উড়াউড়ি করো ফুলদল ছুঁইও নে' !
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪