ইয়াজুজ-মাজুজের মাহফিল যদি
কানাকড়ি দামেও মাথার মূল্য হাঁকে,
এ মাটির বুকে সফল দীপ্ত সফর
চেতনা আমার তারই খোয়াব আঁকে!
যদি হিন্দা-বুকে আবার খায়েশ জাগে
চোয়ালের ফাঁকে আমারে চিবুতে চায়,
হামযা-সমান উচ্চতা এই রূহের
উড়ে উড়ে যাব ওহুদের আঙিনায়।
লালবাহিনীর শৃগালকুঞ্জ নখর
বেয়োনেট ধরে আমার গরিব ঘরে,
তর্জিতে পারে ডালিমকুমার ঠোঁট
থাকব না বসে জড়সড় ভং ধরে!
বহু বন্ধন জড়িয়ে ধরেছে গোড়ালি
রিমান্ড আদরে কখনো বা হারে হুঁশ,
দাজ্জাল-হাত যদিও প্রবল উপরে
চেতনার বনে তবু জিহাদের জোশ।
#"একটি শব্দের জন্যে"- কাব্য থেকে
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৫