ফেব্রুয়ারির এই উত্তাল সময়ে ও ব্লগে আসতে মন চাইতো না!! আপনার ইহলোক ত্যাগের পর মনে হ্য় ৮/১০ টা লেখা পড়েছি!! অথচ আগে নিয়মিত আপনার লেখা পড়ার পর কেমন যেন উৎসাহ নিয়ে প্রচুর পড়েছি!! কেমন জানি ওষুধের কাজ যেন!! পড়ার নেশা যোগাতো আপনার লেখা!
আপনার ব্লগ পড়া হয় আমার এখানে নাম লেখানোর আগে থেকেই!! অনেক বন্ধু এখানে লিখলেও উৎসাহে ব্লগে নাম লেখালেও আপনার পোস্টে কমেন্ট করা যেন জরুরি ছিল! আজকে ১ মাস ৩ দিন আপনার নতুন কোনো লেখা নেই!! এখন পেপার পড়তেও মজা নেই যেন। আপনি বেঁচে থাকলে আজ অন্তত ৩০ টা নতুন লেখা পেতাম!!
আমি মুলত আপনার গল্পের ভক্ত! আমাকে উৎসর্গ করে একটা গল্প ও আছে আপনার! ক্ষুদ্র পরিচয়ে আপনি আমার পছন্দের বিষয় বুঝে গেলেন!!
ইতিহাস, লালন, মিস্টিসিসম,মিথোলজি এগুলো যেন একেকটি অবশ্য পাঠ্য!!
ব্যাক্তি হিসেবে মনে হয়েছে এমন একজন রহস্যমানব যিনি সবার মন জয় করেন নিমেষে!!
অনেক ইচ্ছা ছিল যে আজকে আপনার জন্মদিনে রেজোয়ানা আপুদের মত পোস্ট দিবো ! কিন্তু আমি বলব আমার ভাগ্যর নির্মম পরিহাস যে ইহলোকের ইমন জুবায়ের কে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারিনি!!
আপনি ভাল থাকুন ইমন জুবায়ের, যেখানেই থাকুন যেন ভাল থাকেন সেটাই আমার প্রার্থনা!!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩