শোন ছেলে!! তোমাকে নিয়ে দু’লাইন কবিতা লিখেছি
তার মানে এই নয় যে আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
সমুদ্রের কাছে যাইনি কখনো
তাই হয়তো তোমার চোখে উন্মাতাল নীল খুঁজেছি;
কোন কোন মেঘলা দিনে তোমার হাসিতে
ঝলমলে রোদের গন্ধ খুঁজেছি;
তুমি ‘রিমঝিম’ ডাকতেই হয়তো বুকের মাঝে অবিরাম বরষা,
চোখে চোখ রাখলেই শহরের পিচঢালা রাস্তারা সব ময়ূরাক্ষী নদী।
শোন ছেলে!!
তার মানে এই নয় যে আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
জানি তুমি আঙ্গুল ছোঁয়ালেই বারোমাস কৃষ্ণচূড়ার ফাগুন;
জানি তুমি পারো, মধ্যদুপুরে এনে দিতে পারো
জারুল ফোটা কোন জোৎস্নারাত;
তোমার বুকের আকাশ নীল ডাকঘরেই
প্রতিরাতে রেখে আসি আত্মসমর্পণের খোলা চিঠি।
শোন ছেলে!!
তার মানে এই নয় যে আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
তুমি আমার কাছে শুধুই কবিতার উপাদান,
যেমনটা প্রাচীন কোন দালানের নোনাধরা দেয়ালের আঁকিবুঁকি,
পাতাঝরা কোন জীর্ণ গাছের অসহায় ভঙ্গিমা,
যেমনটা নিষ্ঠুর এই শহরের ভাঙ্গাচোরা শিরোনামহীন ফুটপাত,
কিংবা বাতাসে ডানামেলা ধুলোর বিন্দু!!
শোন ছেলে!! ভেবোনা আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
তুমি আমার কাছে শুধুই কবিতার উপাদান, শুধুই……!
© শিখা (২৬শে জুলাই, ২০১৭)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ রাত ২:০৮