
EMS FLOW
প্রসঙ্গত, জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির সাথে প্রায় ৯৬০ কোটি টাকা মূল্যের মোট ১২টি জাহাজ রপ্তানির চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স। সেই চুক্তি অনুযায়ী এই দুটি জাহাজ ডেলিভারি দেয়া হচ্ছে। ওয়েস্টার্ন মেরিনের জনৈক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী প্রতিটি জাহাজ প্রায় ১০০ মিটার লম্বা এবং ৫,৫০০ টন ওজন ধারণক্ষমতা সম্পন্ন। এছাড়া এই EMS FLOW এবং EMS WATER হিমশীতল ও প্রতিকূল পরিবেশে চলাচলে সক্ষম। প্রতিটি জাহাজ ঘন্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে চলবে।

EMS WATER
EMS FLOW এবং EMS WATER নামের এই জাহাজ দুটির মূল্য প্রায় ১৮০ কোটি টাকা। গ্রোনা শিপিং কোম্পানির কাছে এ সহ মোট ৮ টি জাহাজ রপ্তানি করলো ওয়েস্টার্ন মেরিন। জাহাজ দুটির গায়ে লেখা থাকছে ‘Made in Bangladesh’। যার ফলে প্রিয় বাংলাদেশকে নতুন করে চিনছে বিশ্ব!
সমতল
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:১০