রাজাকার প্রবর মইত্যা অর্থাৎ মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এর পুত্র কন্যারা সবাই উচ্চ শিক্ষিত। কেউই মাদ্রাসা মক্তবে পড়ে না। তবে মাদ্রাসা শিক্ষার জন্য নিরন্তর মায়াকান্না কেঁদেই চলেছে। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে উষ্কে দিয়ে নিজেদের আখের গোছানোই তাদের কাজ। দেখুন --------
নিজামীর ৪ ছেলে ২ মেয়ে।
বড় ছেলে তারেক নিজামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ২য় ছেলে খালেদ নিজামী ডাক্তার , পাকিস্তান থেকে এমবিবিএস পাশ। ৩য় পুত্র মোমেন নিজামী ইংল্যান্ডে বার-এট-ল করেছে। ৪র্থ পুত্র তালহা নিজামী মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছেন।
দুই মেয়েই মোহসিনা ও খাদিজা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়েছে।
মুজাহিদের ৩ ছেলে ১ মেয়ে।
বড় ছেলে আলী আহমেদ তাজবীর অষ্ট্রেলিয়া থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করেছে। ২য় ছেলে আলী আহম্মদ তাহকীক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গ্রাজুয়েশন এবং ইংল্যান্ড থেকে মাষ্টার্স করেছে। ছোট ছেলে আলী আহম্মদ মাকবর ইংরেজিতে মাষ্টার্স করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে। মেয়ে তানজিনা বিনতে মুজাহিদ মানারত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪