শ্রদ্ধেয় স্যারর(নূরুল ইসলাম নাহিদ,শিক্ষামন্ত্রী),
প্রথমে আমার কোটি কোটি সালাম নিবেন,আপনার দেশের কোটি কোটি প্যারায় পরা শিক্ষাথীর পক্ষ থেকে।স্যার আপনার কাছে আমার কিছু প্রশ্ন।জানি আপনার কাছে আমার মত ক্ষুদ মানের লেখকের চিঠি কোনো ক্রমেই পৌছানো সম্ভব না তাই এই খোলা চিঠির অয়োজন।
#আপনারা আমাদের কি মনে করেন?কি সুপার কম্পিউটার!!!যে হাজার হাজার ইনপুট দিলাম আউটপুট তো পাবই।এতো এতো সাবজেক্ট এর এতো এতো বই যে আমাদের দেন পরতে, আমরা কীভাবে কভার করবো এতো বইয়ের এতো tropics?বই পড়তে গিয়ে মনে হয় suicide করি।কেনো মনে হবে এমন!!!!আর যদি ছাত্রদের এমনই মনে হয় তবে কিভাবে হবে দেশ উন্নত!!!
#যদি কচি কাধে এতো বুঝা তুলে দেন তাহলে কিভাবে সে পৌছাবে উন্নতির চরম শিখরে,একটি বুঝা তুলে দেন একটু বুজমান হওয়ার পরই,দেখবেন সে নিজের উন্নতিসহ, বহিঃবিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করার সাথে সাথে দেশের উন্নতিও করতাছে।এখন একটু খুলে বলি,আমাদের মাধ্যমিক শিক্ষা শেষ হয় SSC XM এর পর থেকে,তখন আমরা সবাই বুঝি Math কিভাবে করতে হয়,English কিভাবে পড়তে হয়,physics কি?Than আবার HSC তে এসে কি দরকার এইগুলা পড়ার!!!!? যদি HSC থেকেই একটা শিক্ষাথী কোন একটা সাবজেক্ট ওপর পড়া শুরু করে আবার সেই সাবজেক্ট নিয়েই পড়া শেষ করে তবে আমি নিশ্চিত যে সেই ছাত্র ওই বিষয়ে অনেক পারদর্শী হবে আর হওয়াটাই স্বাভাবিক।আচ্ছা এই শিক্ষাব্যবস্থা কি আসলে ই একজন ভাল ছাত্রের জন্ম দিতে পারে!!!
#কিছুদিন পর পরই এক্সম, আর সাবজেক্ট গুলা কি জানেন!!!?physics, chemistry,Higher math,Biology etc...হ্যা আমারা সব পারি,physics,chemistry, math সব(আপনার মতে)।তাহলে স্যাররা(কলেজ টিচার) পারে না কেন?আমরা যদি একসাথে সব বিষয় পারতে পারি,তাহলে টিচাররা কেনো পারবে না?কেনো physics এর জন্য এক টিচার,? কেনো chemistry এর জন্য আরেক জন,কেনো?
#আচ্ছা আমাদের সর্বনিন্ম বইয়ের page সংখ্যা প্রায় ২৭০,ধরি প্রতি page a line আছে কমপক্ষে ২৫ টা করে।তাহলে ২৭০*২৫=৬৭৫০ টি লাইন আছে।আর এতো গুলা লাইন থেকে বহুনির্বাচনী করবে মাত্র ৩৫ অথবা ৪০ টা।কিভাবে সম্ভব!!!?
এখন বলতে পারেন তাহলে ৩৩-৩৪ বা ৩৪-৪০ টা হয় কিভাবে?এই প্রশ্নের পরিপেক্ষিতে আমি বলব,"প্রশ্নপত্র ফাস" আর "ঝড়ে বক মরা" ছাড়া আর কিছুই না।কারন প্রশ্নপত্র ফাস ছাড়া উপায় নাই তো।
এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে"বাংলার শিক্ষাব্যবস্থা ভালো ছাত্র নয়,ভালো অপরাধী তৈরী করতে পারে"কারন না পেরে অনেকেই পড়া ছেড়ে দিচ্ছে কারন তারা নিতে পারতাছে না নিতে এই অসংগতিপূর্ন শিক্ষাব্যবস্থাকে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬