কাস টিচার মন্টুকে কিছু প্রশ্ন করলেন-
মন্টু বলো তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কী?
জানি না স্যার।
আচ্ছা বলো তো তোমার বাবা কতো স্পিডে মোটরসাইকেল চালান?
জানি না স্যার।
মন্টু বলো তো মুরগি কী দেয়?
জানি না স্যার।
ঠিক আছে কাল বাড়ি থেকে প্রশ্নগুলোর উত্তর জেনে আসবে, টিচার বললেন।
বাড়ি গিয়ে মন্টু মাকে বললো, আমেরিকার প্রেসিডেন্টের নাম কী? মা বললো- বুশ। বাবাকে বললো- বাবা তুমি কতো জোরে মোটরসাইকেল চালাও? বাবা বললো- ফুল গিয়ারে। মন্টু আপুকে বললো- আপু মুরগি কী দেয়? আপু বললো- ডিম দেয়।
পর দিন
শিক্ষক : মন্টু প্রশ্নগুলোর উত্তর জেনে এসেছো?
মন্টু : জি স্যার।
উত্তরগুলো এক দমে বলি স্যার।
শিক্ষক : আচ্ছা বলো।
মন্টু : বুশ ফুল গিয়ারে ডিম পাড়ে।
আদনান সিদ্দিকী
পঞ্চম শ্রেণী, নওগাঁ জিলা স্কুল
গত সপ্তাহে যাযাদির বাচ্চাদের পাতায় এটি ছেপেছিলাম।