মায়ানমার এ রোহিঙ্গাদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি । সবার উপর মানুষ সত্য তার উপর নাই। মায়ানমারে সুচির কাছে আবেদন করে মনে হয় কোন লাভ হবে না ওখানে নামে মাত্র গনতান্ত্র হলেও সেনাবাহিনীর হাতে সংরক্ষিত রয়েছে অনেক আসন । এখন ও গুরুত্বপূর্ণ পদ গুলো সেনাবাহিনীর দখলে । সুচি ইচ্ছা থাকলেও তেমন কিছু করতে পাবে না । এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সংগঠন গুলোকে যারা ওদের সেনাবাহিনীর উপর চাপ দিতে পারবে । আর সুচি ক্ষমতা ছেড়ে দিলে কোন লাভ হবে বলে মনে হয় না তখন সেনাবাহিনীর হাতে চলে গেলে আর বিপদজনক হবে । সুচি শান্তিতে নোবেল পাইছেন উন্নত দেশ গুলোর সাথে তার ভালো সম্পর্ক আছে তিনি এই বিস্ময়গুলো সেখানে তুলে ধরতে পারেন । এই সব অসহায় মানুষ গুলোর কি হবে । আর সুচির যদি নিতান্তই কিছু করর না থাকে তবে তিনি ক্ষমতা ছেড়ে দিক নিজের মাথায় এত বড় কলঙ্ক কেন নিবেন । সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার তা হল সবার মাঝে মনুষ্যত্ব জাগ্রত করা তবেই কেবল সমস্যা সমাধান । আপনি পুলিশ পাহারায় ইদ পুজা আয়োজন করলেন এতে কোন সমস্যার সমাধান হয় না । সবার উচিত একে অন্যের প্রতি সমান শ্রদ্ধাবোধ থাকা তবেই সুন্দর পৃথিবী গড়ে তলা সম্ভাব
আমাদের দেশে এক ধরনের লোক আছে যারা চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হোক কিন্তু মায়ানমারে যেন না হয় । নিজের দেশের সংখ্যালঘুদের চেয়ে এদের কাছে অন্য এদেশের সংখ্যালঘুদের দুঃখ নিয়ে বেশি কাতর । হা হা হা । আমি কিন্তু সব দেশের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে থাকি হোক টা মায়ানমার ভারত বা বাংলাদেশ । এটাই মানবতা মনুষ্যত্ব । যারা সংখ্যালঘু এক মাত্র তারাই তাদের কষ্ট যন্ত্রণাটা ভালো বোঝে । জাতিসঙ্গ বলছে ওদের বাংলাদেশে আশ্রায় দেওয়ার কথা এতে যে সমস্যা গুলো হতে পারে তুলে ধরা হল ।কেনো রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয়!! ........................................ ১। দেশে নতুন করে স্বরনার্থী আসলে দেশ খাদ্য সংকটে পড়বে...২রোহিঙ্গারা এদেশে এসে মাদক,সাম্প্রদায়িক হামলা,চোরা চালান, জঙ্গিপনায় জড়াচ্ছে ৩ । রোহিঙ্গাদের দিনের পর দিন এ দেশে জায়গা দিলে মায়ানমার সরকার আরো নির্যাতন করে এদেশে তাদের তাড়িয়ে দিবে ৪ রোহিঙ্গারা এ দেশের পার্সপোটে বিদেশ গিয়ে অবৈধ কাজ করে দেশের ভাবমুর্তি নষ্ট করে ।৫রোহিঙ্গারা এদেশে এসে নিরিহ বৌদ্ধদের উপর প্রতিশোধ নিবে,রামু উখিয়ায় গত বার তারা হামলা করেছে!! ফলে দেশে সাম্প্রদায়িক হামলা হতে পারে ৬। রোহিঙ্গারা এ দেশে ভোটার হয়ে জামাত সহ সাম্প্রদায়িক গোষ্টিকে ভোট দেয়, জঙ্গিদের টার্গেট হয়, জঙ্গি হবে... ৭। রোহিঙ্গাদের ভাষা সংস্কৃতি আলাদা তাই এত মানুষ এক সময় বিচ্ছিন্নতার সুর তোলবে,দেশ বিরোধী ষড়যন্ত্র করবে!! ৮। আগে যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে মায়ানমার সরকার তাদেরই পুনর্ভাসনের ব্যবস্থা করে না,তাই অনেক বছর রহিঙ্গাদের রাখতে হবে যা সম্ভব নয়! ৯। মানবিকতা বিবেচনা করে বাংলাদেশ সরকার রাজনৌতিক ভাবে,কুটনৌতিক ভাবে মায়ানমার কে চাপ সৃষ্টি করতে পারে, ১০। রোহিঙ্গারা মায়ানমারের সেনাবাহিনীর উপর হামলা করে তাদের হতাহত করে পরে সেনাবাহিনী অভিযান করে,সুত্র প্র আ,তাই পাটকেল কোনোএ দেশ খাবে? ১১। রোহিঙ্গারা মায়ানমারে কোন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে না,বা তাদের জাতীয় মুক্তি সংগ্রাম নয় এটা সাম্প্রদায়িক সমস্যা,প্রাকৃতিক ভাবেই রোহিঙ্গারা রাখাইন রাজ্যের নাগরিক তারা সেখানেই বাস করবে, এদেশে নয়!! তাদের সমস্যা তারা সমাধান করবে!! ১২। এটা মার্কিন সাম্রাজ্যবাদ এর নয়া কৌশল,দক্ষিণ এশিয়া দখল করা,অস্থিতিশীল তৈরি করা!!
সারা পৃথিবীতে যখন সাম্প্রদায়িক দাঙ্গায় ভরে গেছে তখন এই মুসলিম ছেলেটির কথা গুলো শুনে সত্যি চোখে পানি এসে গেল । ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে যিনি তার নিজের একটা কিডনি দিতে চাইছেন তার ভাষা টা হুবাহু তুলে দিলাম ......... "@SushmaSwaraj mam I am a BSP supporter and a Muslim, bt I want 2 donate my kidney 4 u,4 me u r like my mother figure, May allah bless u," he said on twitter.
এমন একটা পৃথিবী আমরা দেখতে চাই । যেখানে থাকবে না কোন জাত পাত আর ধর্মের ভেদাভেদ ।
সময় এসেছে পৃথিবীর সব ধর্মের বর্ণের মানুষ একসাথে হয়ে এই সব সাম্প্রদায়িক গুষ্টিকে পৃথিবী ছাড়া করা তা না হলে হিন্দু মুসলিম বৌদ্ধ কেউ এদের হাত থেকে বাঁচতে পারবে না।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭