একদল লোকের ধারনা ......
ওরা সংখ্যালঘু ওরা এদেশে কেন থাকবে ? বরং ওদের দেশে আমরা থাকবো । ওদের দেশে গিয়ে আমরাই ওখানে ইসলাম প্রতিষ্ঠা করবো । ওরা তো গারো চাকমা আধিবাসী ওদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই ওরা থাকবে ঘানা বা আমাজান জঙ্গলে । ওদের তারিয়ে দেও । এদেশ শুধু মুসলমানদেরই । কিছুদিন পর আচ্ছা শিয়ারা কি মুসলিম নাকি ? ওদের তারিয়ে দিলে কি সমস্যা ? আর ও কিছুদিন পর যে কয়জন মুসলিম আছে এর ভিতরে নাস্তিক আছে অনেক ওদের বের করে দেও । বাকি যারা আছে তাদের তো অর্ধেক ধর্ম ঠিক মত পালন করেনা । বোরকা পরে না ওরা থেকে কি করবে । দেশের জনসংখ্যা ১০% নেমে এলো । ডাক্তার কই পাই । আরে ওর দরকার কি গাছ গাছড়ার শিকর খাও । নাচ গান আর ইংলিশ কিন্তু শেখা যাবে না । টেলিভিশনে কেন মেয়েরা আসবে বন্ধ করে দেন । হা হা হা অনেক বড় দেশ অনেক জায়গা । শিক্ষিত নাস্তিক গুলো নেই । সবাই নিরাপদে নামাজ পড়বো কিন্তু সবাই একটু খেয়াল রাখবেন পাকিস্থানের মত বোমা হামলা যেন না হয় হলেই বা কি বেহেস্ত তো আছেই ।
অন্যদল লোকের ধারনা ......
আমি হিন্দু আমি বৌদ্ধ আমি ক্রিস্তান আমি সাওতাল আমি গারো কিন্তু সর্বোপরি আমি বাংলাদেশি ।আমরা ভাষা আন্দলনে ছিলাম স্বাধীনটা যুদ্ধে ছিলাম আমরা কিন্তু কেউ রাজাকার ছিলাম না এটা আমাদের গর্ব । আমাকে দেশ ছাড়া করবেন না । আমার দেশে বিভিন্ন জাতি ধর্মের বর্ণের লোক বাস করে এটাই আমার দেশের সৌন্দর্য ।পাতা ছাড়া যেমন গাছকে সৌন্দর্যহীন দেখা যায় এদের আমাদের ছাড়া বাংলাদেশ বিশ্রী হয়ে যাবে । তোমরা কি পাকিস্থান আফগানিস্থান বা সিরিয়া দেখতে চাও তবে আমাদের তারিয়ে দেও । কারণ তেমন দেশে আমরা থাকতে চাই না । আজ যেতে কষ্ট হলেও এটাই সান্ত্বনা থাকবে আমি বা আমার সন্তানেরা কোন পাকিস্থান আফগান বা সিরিয়ার মত দেশে থাকিনা । আমরা এদের নতুন জীবন নতুন পরিবেশ দিছি শুধু একরটাই আফসোস থাকবে এই বাংলাদেশ সেই বাংলাদেশ না যার স্বপ্ন জাতির জনক দেখিয়েছিল । এই বাংলাদেশ সেই ১৯৭১ এর পরাজিত শক্তির বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫