সর্বপ্রথম ট্রাম্পকে বিজয়ের আগাম অভিনন্দন জানাচ্ছি পৃথিবীর সব চেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য ।
যার শুরুটা হয়ে ছিল বিতর্ক দিয়ে । পৃথিবীর বেশীর ভাগ মিডিয়া মনে হয় ওনার সাথে প্রতারণা করেছিলো । কারণ দেখিয়ে ছিল হিলারির প্রেসিডেন্ট হবার সম্ভাবনা ৯০ ভাগ যা ছিল পুরোটাই ভিত্তি হীন যদি ৫০-৬০ % লিখত তাও মেনে নেওয়া যেত তাহলে দেখ এগুলো কত প্রতারণা করেছিলো ট্রাম্প এর সাথে । একের পর এক নারী কেলেঙ্কারী কোন কিছু দমিয়ে রাখতে পারিনি তাকে । এতো প্রতিকূলটার মাঝেও তার আজ এই বিজয় । আমি আগেই বলেছিলাম এই নির্বাচনে ট্রাম্প জিতবে অনেক জায়গায় লিখেছিলাম । কারণ ও ব্যাখ্যা দিছিলাম । হিলারি না ট্রাম্প কে বাংলাদেশের জন্য ভালো
হিলারি না ট্রাম্প কে বাংলাদেশের জন্য ভালো ?
এই মানুষটির সবচেয়ে বড় গুন ছিল সরলতা তার কাছে যেটা সত্য মনে হয় তার উত্তর দিয়ে দেন কোন দ্বিধা না করে তাই অনেক সময় বিতর্ক মন্তব্য করেছেন কখন বলেছেন মুসলিমদের প্রবেশ বন্ধ করবেন কখনো বলেছেন মুসলিমদের মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবেন । এটা বিচার করেননি এতে তার ভোট কমতে পারে । এই দুই একটি বিষয় নিয়ে আমার আপত্তি ছিল কিন্তু এগুলো নির্বাচনী কথা তাই গুরুত্ব কম দিলাম । ভোটের সময় মানুষ অনেক কথাই বলে । যাই হোক ট্রাম্প হলে যে জিনিসটি হবে তা হল জঙ্গি ও আই এস দমন যা ওবামা সরকার লালন করছে । একদিকে আই এস এর কাছে অস্ত্র বিক্রি করেছে অন্য দিকে সিরিয়া সরকারের কাছেও করেছে ।যার ফলে আই এস এর ভয়াভয়তা আমরা দেখেছি । তার জয়ে ভারতীয় ভোট ও অনেক কাজে এসেছে । তিনি বলেছিলেন তিনি গেলে রাশিয়া ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হবে । আর তিনি এও বলেছিলেন যে ইন্দুদের অনেক পসন্দ করেন তার ফল ভোটে প্রভাব পরেছে । হিলারি হলে আমাদের দেশের বি এন পি ও ইউনুস লাফাত । হিলারির সমাবেশে আমারা খালেদা জিয়ার ছবি নিয়ে প্রচারনা চালাতে দেখেছি । যে দিক দিয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশের লাভ । কারণ বাংলাদেশ ভারতের বন্ধু দেশ ।
আমিরিকা এখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না যতক্ষণ ভারত আমাদের সাথে থাকবে । যাই হোক আশা করি জঙ্গি সন্ত্রাসী দমনে ট্রাম্প কার্যকর ভুমিকা রাখবেন । কারণ আমরা জঙ্গি মুক্ত নিরাপদ পৃথিবী চাই । আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বেড়ে উঠুক সুন্দর পরিবেশে । আলোকিত হোক তাদের জীবন ভোরের আলো ও নির্মল বাতাসে । বিলুপ্ত হোক সাম্প্রদায়িকতার জয় হোক মানবতা মনুসত্তের
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯