হিলারি বা ট্রাম্প দুজনই খুবই বিতর্কিত ব্যাক্তি । কে জিতবে বা কে জিতলে ভালো হবে সে মতামত আপনারা দিবেন । আমি শুধু দুজনের দিক তুলে ধরলাম । হিলারি অনেক প্রজ্ঞা একজন রাজনীতিবিদ তার মুখে সব সময় হাসি লেগে থাকে । এবং তিনি আধিবাসী নিতির ক্ষেত্রে অনেক টা নমনীয় যা আমাদের জন্য ভালো । কিন্তু হিলারিকে যদি জিততে হয় তবে তাকে অনেক রেকর্ড ভাঙতে হবে । যেমন আমিরিকার ইতিহাসে প্রথম কোন মহিলাকে প্রেসিডেন্ট হতে হবে বা আমরা জানি কোন পার্টি আমিরিকাতে কখনো দুইবার যাইনি । এতো রেকর্ড ভাঙ্গে ক্ষমতায় যাওয়া অসম্ভাব । অন্য দিকে ট্রাম্প গেলে জঙ্গি দমন হবে কিন্তু তিনি অভিযোগ তুলেছেন মুসলিমদের উপর । এখন ট্রাম্প যদি সব মুসলিম দেশ থেকে ভিসা দেওয়া বন্ধ করে দেয় টা হবে তাদের আত্মঘাতী সিধান্ত । আমার মনে হয় সে অত বোকা না অবশ্যই লোক দেখে ভিসা দেওয়া উচিত । হিলারি জিতলে সব চেয়ে বেশি লাভ বি এন পি ও সুদখোর ইউনুস এর যে দেশের টাকা মেরে হিলারিকে দিছে । অন্য দিকে ট্রাম্প হলে উনি আগেই বলেছেন ভারত ও রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সে দিক দিয়ে আওয়ামীলীগ লাকি দল কারণ দুটোই আমাদের বন্ধু দেশ । ভারত রাশিয়ার সাথে যত দিন আমাদের বন্ধুত্ব থাকবে ততো দিন আমাদের উপর চাপ দিতে পারবে না । তারপর ও এদের বিকল্প কোন প্রার্থী থাকলে ভালো হতো । কারণ আমিরিকা বিশ্বকে নিয়ন্ত্রণ করে যেখানে এমন একজন সরকারের দরকার যে সব ধর্মের সব শ্রেনীর মানুষের কাছে গ্রহন যোগ্য হবে । জানি না নির্বাচনে কে জিতবে আর কে হারবে । জয় জারই হোক বাংলাদেশ তার পাশেই থাকবে কারণ এ কথা সত্য সমস্ত বিশ্ব নিয়ন্ত্রণ করে ওরা ওদের চটিয়ে কোন কিছু করা সম্ভাব হবে না
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২