আমরা সবাই ইন্ডিয়া পাকিস্থানের যুদ্ধ নিয়ে লাফালাফি করছি কিন্তু একটা জিনিষ ভেবে দেখছি না এই যুদ্ধের পরিণতি কি হবে যদি দুই দেশই পারমাণবিক বোমা ব্যাবহার করে । এই যুদ্ধে যদি এর ব্যাবহার হয় তবে দুই দেশের প্রায় ২০০ কোটি লোক মারা । সারা পৃথিবীতে নেমে আসবে খাদ্য দুর্ভোগ । তাছাড়া এই দুই দেশ যদি পরমানবিক বোমের সামান্য অংশ ও ব্যাবহার করে তবে ও পরিবেশের ভয়াভহ বিপর্যয় হবে । আর প্রতিবেশী দেশ বাংলাদেশেও মারাত্মক পরিবেশ বিপর্যয় হবে ।
আমরা জাপানের হিরসিমার কথা এত সহজে ভুলতে পারিনা । এক বার পরমানবিক বোমা ব্যাবহার হলে সেখানে ১০০০ বছরেও কোন ফসল হবে না । গবেষণায় দেখা গেছে পৃথিবীতে মোট যে পরিমাণ পরমানবিক বোমা মজুদ আছে তা দিয়ে পৃথিবীকে ১০ বার পুরোপুরি ধ্বংস করা যায় । আর সব বোমা যদি একসাথে ফাটে তবে পৃথিবী কক্ষ পথ থেকে বিচ্যুতি ঘটবে । ভারত পাকিস্থান যুদ্ধ হলে তৃতীয় বিশ্ব যুদ্ধের সম্ভাবনা ও এড়ানো যাবেনা । তবে এটা ঠিক এই তৃতীয় যুদ্ধ হবে সব চেয়ে ভয়াভহ । কারণ এখন বোমা গুলোর ক্ষমতা অনেক বেশি ক্ষমতা সম্পান্ন ।
আবার এ কথাও বলবো না কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে দেও । যুদ্ধ যতটা এড়ানো যায় সেটাই সবার জন্য মঙ্গল । কারণ আজ শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা করতে গিয়ে সমগ্র মানব সভ্যতা কে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারিনা । অস্ত্র যখন আছে তখন আজ হোক কাল হোক যুদ্ধ অবশ্যই হবে । এবং এক সময় পৃথিবী ধ্বংস হবে এটা নিশ্চিত । কারণ হিংসা কখনো শান্তি আনতে পারে না । তবে যতদিন যুদ্ধ এড়ানো যায় ততোটাই আমাদের জন্য মঙ্গল । শুভ বুদ্ধির উদয় হোক সবার মধ্যে সেই শুভ কামনায় ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫