আমি আজ কোরবানির বিরোধীটা করতে আসিনি । নিজের একান্ত দায় থেকে লিখছি । কোরবানির আসল উদ্দেশ্য কি ? নিজের পশুত্ব হিংসা রাগকে কোরবানি দেওয়া । কিন্তু কোরবানি যখন ভিন্ন উদ্দেশ্য বা লোক দেখানোর জন্য হয় তখন কি এর কোন মানে থাকে না কোরবানি হয় ? আমরা নিজেদের মনের পশুত্বকে কোরবানি দিতে গিয়ে নিজেরাই নিজেদের পশু করে তুলছি । একটা বাচ্চাকে দিয়ে কোরবানি দেওয়ানোর অর্থ কি ? এতে কি সে নিজের হিংসা কে ত্যাগ করার শিক্ষা পাচ্ছে না নিজেই নির্দয় প্রাণিতে পরিণত হচ্ছে।
কোরবানিকে নিয়েও আমরা বিনোদনের মাধ্যম করে তুলেছি । কি সব উতভত ছবি আপলোড করতেছি আমরা । একটা পশু মরে পরে আছে আর তার গা এর পরে উঠে কেউ গাড়ি চালাছে । তা আবার ফেসবুক এও দিচ্ছে আর কেউ কেউ লাইক দিচ্ছে । জানি না এদের মাথায় কি আছে ? এদের ডি এন এ পরীক্ষা করে দেখা উচিত মানুষের কোন গুন এদের মধ্যে আছে কিনা । আমরা কেন রক্তাক্ত ঢাকা দেখবো ?রক্তাক্ত ঢাকা এ থেকে আমাদের কি শিক্ষা হবে ?
কখনো কাউকে দেখছি ছাগল গরুকে চুমু খেতে । হা হা হা কোরবানি কি কোন বিনোদন ?
আর কোরবানি এলেই কিছু মানুষ একে রাজনৈতিক উদ্দেশ্যয় ব্যাবহার করেন বা ভিন্ন ধর্মীদের আঘাত দেওয়ার চেষ্টা করেন । কখনো গরু মহিষের নাড়ীভুঁড়ি মন্দিরে ফেলায় । এতে বাস্তবে কার ক্ষতি হয় ? মানুষ এই গুলো দেখে ইসলাম সম্পর্কে কি ধারণা নেয় ? যার প্রমাণ এখন আমিরিকা - ইংল্যান্ড - আস্ত্রালিয়া এর মত দেশ গুলো দিচ্ছে । এই গুলোর জন্য আমরা নিজেরা দায়ী না ? কিছু রুচি হীন মানুষের দায়ভার সবাই কেন নিবে ? ধর্ম যার যার উৎসব সবার হতে হবে । ধর্মতো শিখায় ভালবাসার কথা মনুসত্তের কথা তবে আজ আমরা কোন দিকে ধাবিত হচ্ছি ? আমাদের প্রত্যেকের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি । সাম্প্রদায়িক নই
সবাই মিলে যেমন দেশ কে স্বাধীন করতে পারি তেমনি সবাই মিলে এক সাথে উৎসব ও পালন করতে পারি । সব দিকে তাকালে আমরা যেন মানুষ দেখি হিন্দু মুসলিম নয় এমন একটি বাংলাদেশ চাই । আবার বলতে চাই জয় হোক মানবতার জয় হোক মনুসত্তের বিলুপ্ত হোক সাম্প্রদায়িকতা আর কোরবানি হোক নিজের পশুত্বের ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩