আজ অনেক তা দুঃখ ভরা মন নিয়ে লিখতেছি । রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলে ' হে বঙ্গ জননী সাত কোটি বাঙ্গাল করেছ মানুষ কর নাই ' । আসলেই আমরা মানুষ হতে পারিনি সারা দেশএ শুরু হইছে ধর্মীয় গোঁড়ামি । ব্লগার হত্যা দিয়ে বছর শুরু হইছিল এখন গিয়ে দাঁড়িয়েছে ধর্মীয় হানাহানিতে । ন্যায় বিচার চেয়ে আর সরকার কে লজ্জা দিব না । নারায়ঙ্গঞ্জ হিন্দু শিক্ষক লাঞ্চিত ঘটনার কি হল ? সব মন্ত্রীরা বলছে শিক্ষক নির্যাতনের ঘটনার বিচার হবে কই ?? কয়জন গ্রেটার হইছে এখন পর্যন্ত না আইন শুধু ক্ষমতা বান দের জন্য ? এখন আবার দেশে নতুন নাটক শুরু হইছে ।অনেক সহজ বিধর্মী কাউকে শাস্তি দিতে হলে বা তাদের জমি দখল করতে হলে লাগিয়ে দেও ধর্ম অবমাননার অভিযোগ । এতে কাদের লাভ হচ্ছে যারা এই ধর্মীয় কার্ড ব্যাবহার করছে তারা নিজেরাই তাদের ধর্ম কে অন্য ধর্মের মানুষের কাছে ছোট করে দিচ্ছে । এত মন্দির ভাঙ্গা হয় , সংখ্যালঘু নারী ধর্ষণ হয়, শিয়া মযজিদে হামলা হয় বা রামুর ঘটনা ঘটে তখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না । না এরা সঙ্খায় কম প্রতিবাদ করতে পারবে না বলে ওদের জন্য আইন আলাদা । একতার পর একতা হামলা হচ্ছে ভিন্ন মতের মানুষ খুন হচ্ছে এর দায় কে নিবে ? সরকার ? না এতে তাদের সব চেয়ে বেশি লাভ কারন এই গুল কে প্রস্রায় দিলে ভোট বা জনপ্রিয়টা বাড়ে । কিন্তু তা হলে দলের নীতি আদর্শের দাম কোথায় ? জাতির জনক কি আমাদের এই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন ? হিন্দু বৌদ্ধ খ্রিস্থান সবাই মিলে দেশ স্বাধীন করে ছিল , এরা কিন্তু কেউ রাজাকার ছিল না তবে এদের অধীকার কই ? আওয়ামিলিগ আর ওলামা লীগের আদর্শ এক হয় কি ভাবে ? একটা ধর্ম নিরপেক্ষ দল দাবি করে আর অন্য তা ইসলামিক দেশ গড়তে চায় । দলের আদর্শ যতক্ষণ স্পষ্ট না হবে ততক্ষণ দেশ চালান সম্ভাব নয় । আওয়ামিলিগের কাছে প্রত্যাশা অনেক । কারন এই দল মুক্তিযুদ্ধের পরিচালনা করেছে অসাম্প্রদায়িকতার কথা বলে , যুদ্ধ অপরাধীদের বিচার করেছে । তবে এখন কেন আপোষের রাজনীতি ? আমরা আর একটা পাকিস্থান বা আফগানিস্থান দেখতে চাই না বা ধর্মীয় গুজব ছড়িয়ে মানুষকে হয়রানী করা দেখতে চাইনা । আমরা কেন ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পারিনা । ভারত সহ সব নন মুসলিম দেশে সঙ্খালঘুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাংলাদেশ পাকিস্থান বা আফগানিস্থানে কেন সঙ্খালঘুরা দিন দিন কমে যাচ্ছে ?কারন আমরা তাদের নিরাপত্তা দিতে পাচ্ছি না ।ভারতের রাষ্ট্রপতি র মত পদ পর্যন্ত মুসলিম ব্যাক্তি ছিল । কিন্তু আমরা মুসলিম দেশে কেন কোন নন মুসলিম দের এত উপরের পদে দেখিনা ? আগে আমাদের সবাই কে জ্ঞান বৃদ্ধি করতে হবে , মানুষের জন্য মানুষের ভাল বাসা থাকতে হবে । কে কোন ধর্মের এইতার বিচার না করে সবার জন্য সমান অধীকার নিশ্চিত করতে হবে, বিপদে সবার পাশে গিয়ে দাড়াতে হবে তবেই মারা সত্যিকারের মানুষ হতে পারব । আমরা চাই এমন এক ধরনের বাংলাদেশ যেখানে সব মানুষের অধীকার প্রতিষ্ঠিত হবে , সবার ন্যায় বিচারের অধীকার থাকবে । জঙ্গি সন্ত্রাস মুক্ত নিরাপদ বাংলাদেশ দেখতে চাই ।
সাম্প্রদায়িক হামলা কারীদের বিরুধে আরও কোঠর হতে হবে । অপরাধী যারাই হোক না কেন তাদের আইন এর কাঠগড়ায় আনতে হবে । নয়ত এর ফল কখনও ভাল হবে না । আমরা ধাবিত হব পাকিস্থান আফগানিস্থান আর সিরিয়ার মত ব্যারথ রাস্ত্রের দিকে । পরিশেষে বলবো জয় হোক মানবতার জয় হোক মনুসত্তের । এগিয়ে যাক বাংলাদেশ অসাম্প্রদায়িকতার পথ ধরে ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ দুপুর ২:৫২