১। সেমি এসএলআর না কিনে কম্প্যাক্ট কিনুন
২। আর কিছুদিন অপেক্ষা করে এসএলআর কিনুন
প্রথমটার জন্য বলবো কম্প্যাক্ট গুলা দেখলেই গা ঘিনঘিন করে । ক্যামেরা শুধু ভালো ছবি তুল্লেই হয় বলেন? নিজের পছন্দেরও একটা ব্যাপার আছে ! ক্যামেরা গলায় ঝুলাইবার মুঞ্ছায় এসএলআর কেনার টাকা নাই বলেই সেমির দিকে চোখ । কিন্তু কম্প্যাক্ট? ইয়াক!!!
তাছাড়া আমি নতুন ফটোগ্রাফার । এতোকাল মোবাইল খানাই ফটোগ্রাফী্র একমাত্র ভরসা ছিল। তাই প্রথম দিকে সেমি এসএলআর দিয়ে কাজ চালাতে খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছেনা !
আর দ্বিতীয়টার জন্য বলবো অনেক ওয়েট করছিরে ভাই । আর ওয়েট করা কোনভাবেই সম্ভব না !
তাই সেমি এসএলআর ১৫০০০ বা এর কাছাকাছির মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে বিশেষজ্ঞরা মতামত দিবেন প্লীজ !
(বিঃদ্রঃ খুলনায় বসে সেকেন্ডহ্যান্ড জিনিষ ভালা পাইলে তাতেও রাজি ছিলাম, যদিও সেকেন্ডহ্যান্ড জিনিষ কিনবার মুঞ্ছায়না)