আজ ১২ই জুন । গতকাল পর্দা উঠ্লো চার বছর পর আর একটি বিশ্বকাপ ফুটবলের । সবাই খুব আগ্রহ সহকারে চারটা বছর এই ফুটবল দেখার অপেক্ষায় আছে জানি । হয়তোবা আমিও ।
নাহ । আমি আসলে নিজেই জানি না আগ্রহটা আমার মধ্যেও ঠিক সেই ভাবে কাজ করছে কিনা । ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আমার একটা দূর্বলতা আছে । তার পিছনে যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে । ফুটবল দেখিনা বললে ভুল হবে । অবশ্যই দেখি । না হলে আর 'বিশ্বকাপ ব্লগ ২০১০' শিরোনামের এই রকম একটা ধারাবাহিক ব্লগ লিখছি কিভাবে । আসলে ফুটবলের প্রতি আমার এই রকম অনাগ্রহের একটা কারণ সম্ভবত আমি খুজে পেয়েছি । ছোটবেলা থেকেই আমার দেশকে আমি ফুটবলে দেখিনা । হয়তোবা এটাই কারণ । আসল কথা কি একটা খেলাতে আমি একটা বাইরের দেশের সাপর্ট করলাম । পুরা খেলাটা হয়তোবা খুব আনন্দের সাথেই উপভোগ করলাম । কিন্তু আমিতো জানি আমি যে দেশটার সাপর্ট করে এতো লাফালাফি করছি, এক একটা গোল হওয়ার সাথে সাথে বিশাল এক একটা হাইজাম্প দিয়ে গোল গোল বলে গলা ফাটাচ্ছি সেই দেশটা জিতলে বা হারলে তো আর আমার কিছু আসবে যাবে না । যতো আনন্দ সব তো সেই দেশটিই করবে । এখানে তো আর আমাকে কেউ বলবে না যে আমি জিতেছি বা আমার দেশ জিতেছে । তাহলে কি ফলাফল এই রকম অন্ধের মতো সাপর্ট করে, গলা ফাটিয়ে বা ওরকম দুই একটা হাইজাম্প দিয়ে । এখানে আমার পাওয়াটা কি? একটা টেস্ট ক্রিকেট মাচের প্রত্যেকটা বলও পাচটা দিন ধরে আমি খুব উপভোগ করে দেখি কারণ আমি তো জানি এখানে আমার দেশ খেলছে । এখানে প্রতিটা মুহূর্তের সাফল্যের সাথে আমার দেশের সাফল্য জড়িয়ে আছে । খেলার প্রতি আকর্ষণটা আসলে কোথা থেকে আসে । যে খেলাতে আমার এ রকম একটা বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে সেই খেলাটা যে আমি প্রাণভরে উপভোগ করবো তাতে কি কোন সন্দেহ থাকে । নিশ্চয়ই না ।
আমি জানি অনেকেই আমার কথার সাথে হয়তোবা একমত হবেন না । অনেকেই হয়তো বলতে পারেন-দেশপ্রেম দেখাতে চান অন্য জায়গায় গিয়ে দেখান । খেলার মধ্যে এসব টেনে আনছেন কেন? আমি তাদেরকে বলবো- এখানে আমি খেলার সাথে দেশপ্রেমের সম্পর্ক খুজতে চাচ্ছিনা । শুধুমাত্র খেলা দেখার প্রতি আকর্ষণ আসার প্রসঙ্গে দেশপ্রেমকে টানছি । এটা একান্তই আমার বাক্তিগত মতামত । আপনাদের মতামতের সাথে আমার ভিন্নতা থাকাটা নিশচয়ই অস্বাভাবিক কিছু নয় ।
তারপরেও কিন্তু আমি ফুটবল দেখি । আমার দেশের তথা আমার কোন স্বার্থ এখানে নেই বলে খেলার সম্পূর্ণ আনন্দটা হয়তোবা কিছুটা মলিন হতে পারে । কিন্তু তারপরেও তো এটা একটা প্রতিযোগীতা । আর সব প্রতিযোগীতার মাঝেই তো আনন্দ আর উত্তেজনা । আর এ কারণেই আমি ফুটবল দেখি । একটা দেশের সাপর্ট করি । সেই দেশের পতাকা উড়াই ।
ফুটবল কে নিয়ে বিভিন্ন ব্লগ রচণা করি, ফেইসবুকে বিভিন্ন ফ্যানপেজ, গ্রুপ, ইভেন্ট (Brazil: Gonna be the champion of WC Football (South Africa'10) ) আয়জন করি । তাহলে আমি ফুটবলকে ভালোবাসলাম না কে বলে? আমাকে তবে আপনাদের ফুটবল প্রেমীদের তালিকায় ফেলতে নিশ্চয় কারো আপত্তি থাকার কথা নয় ।

'বিশ্বকাপ ব্লগ ২০১০' পর্ব-০৪ : ব্রাজিল ফ্যান-আসুন আমরা নতুন করে A B C D...... শিখি
'বিশ্বকাপ ব্লগ ২০১০' পর্ব-০৩ : ফুটবল ফিক্সচার (গ্রুপ ম্যাচ )
বিশ্বকাপ ব্লগ ২০১০ পর্ব-০২ : কাদের পতাকা কিনছি আমরা?
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ বিকাল ৫:৩০