Give me reason, take me higher.
See the champions take the..............”
এমনই একটা থিম সং নিয়ে চারটা বছর পর আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সেই বিশ্বকাপ ফুটবল । যার ছোঁয়া ইতোমধ্যেই সারা বিশ্বে লেগে গেছে । আমাদের বাংলাদেশও বা পড়ে থাকবে কেন । ক্রিকেটকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলা হলেও ফুটবল কিন্তু এখনও বাঙ্গালীর হৃদয়ে অবস্থান করে । যার প্রমাণ প্রতি চার বছর পর হলেও একবার দেখা যায় । পতাকা বিক্রেতারা যেন চারটা বছর ধরেই এই মৌসুম টার অপেক্ষায় থাকেন ।
পতাকার এমনই ছড়াছড়ি যে এই সময় টা তে বাংলাদেশে পতাকা উড়ানোর খুটিরই অভাব পড়ে যায় । আমার ক্ষেত্রেও ঠিক এমনটিই হয়েছিল । শেষ পর্যন্ত না পেরে ছাদের কাপড় নাড়া বাঁশেই কোনো মতে বেঁধে দিলাম । যাহ্ বাবা । পতাকা তো উড়ছে ।
সারা দেশে এই মুহূর্তটাতে কোথায় নেই পতাকা ? বাড়ির ছাদে, গাছের মাথায়, শপিং মলের সাইনবোর্ডের উপর, রাস্তা ঘাট সমস্ত যায়গাতেই যেন পতাকার ফুলঝুড়ি । পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে দিকেই তাকাই না কেন একটা না একটা পতাকা চোখে বাধবেই । আসলে প্রিয় দলটার একটা পতাকটা না উড়াতে পারলে পুরা বিশ্বকাপ ফুটবল টাই কেমন যেন নীরস নীরস লাগে ।
বাংলাদেশের মানুষ আমরা ঘুরে ফিরে মাত্র কয়েকটা দল কেই সাপর্ট করে থাকি । জরিপ করলে হয়তো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী এই তিনটি নামই বারবার আসবে । তবে খুব বেশি ব্যাতিক্রম হলে হয়তো স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ইতালী, সৌদি আরব, জাপান এই দল গুলাও আসবে । এদের বাইরে কেউ নেই বললেই চলে ।
হ্যা, এতক্ষণ ধরে অনেক কথাই বলে ফেললাম । আসলে আমি কি এই কথা গুলাই বলতে চেয়েছিলাম? না, আমার মূল কথা আসলে এগুলা ছিল না । আমরা বাঙ্গালী । ফুটবল আমাদের প্রাণের খেলা । আমাদের দেশটা না হয় ভালো ফুটবল খেলতে পারেনা । তাই বলে বিশ্বকাপের এই সময়টা তে কেন আমরা ওই সব দলের সাপর্ট করতে পারবো না এবং পতাকাও বা উড়াতে পারবোনা? নিশ্চয়ই পারবো । কিন্তু তাই বলে ভাই আমাদের দেশটা কে তো ভুলে গেলে চলবেনা । বিশ্বকাপের এই মৌসুমটা তে চারিদিকে এতো এতো ভীনদেশী পতাকা দেখার পর কেমন যেন চেনাই যায় না যে এটা বাংলাদেশ ।
ফুটবল আমাদের খুব জনপ্রিয় একটা খেলা মানলাম । বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশ নেই বলে আমরা বাইরের দেশের পতাকা উড়াই । কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তাও তো কম নয় । এইখানে তো আমাদের দেশ খেলে । কিন্তু এমন কোনো বিশ্বকাপ ক্রিকেট তো দেখলাম না যে বিশ্বকাপে সারা বাংলাদেশ ভরে গেছে বাংলাদেশেরই পতাকায় । তবে ফুটবলে বাংলাদেশ নেই বলে বাইরের দেশের পতাকা নিয়ে এতো মাতামাতি কেন ? এখানে কি আমাদের দেশাত্ববোধের একটু ঘাটতি আছে বলে মনে হয়না ? ফুটবলে বাইরের দেশকে সাপর্ট করা এবং তাদের পতাকা উড়ানো কে আমি অন্যায় বলতে চাচ্ছিনা । কিন্তু বাইরের দেশের পতাকার উপরে কি আমরা আমাদের দেশটা কে ভালোবেশে একটা বাংলাদেশের পতাকার স্থান দিতে পারি না ? নাই ই বা খেলুক তারা ফুটবল । দেশপ্রেমটা আসলে বলে কয়ে হয়না । এটা সবার মনেরই বাপার । আমাদের মাঝে যদি সেই দেশাত্ববোধের চেতনাটা সত্যিকার অর্থেই থাকতো, তবে বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকা ব্যাতীত বাইরের দেশের একটা পতাকা উড়াতে গেলে আমার নিজের বিবেকেই আমাকে বাধা দিতো । আমার নিজের দেশটার কথা অন্তত একবার হলেও স্মরণ হতো ।
আমি শেষে এই একটা কথাই বলবো । সামনে বিশ্বকাপ ফুটবল । অবশ্যই আমরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল উপভোগ করবো । সবার বাড়িতেই তার প্রিয় দলটার পতাকা উড়বে । কিন্তু আসুন না ভাই । বাড়িতে আমি বাইরের দেশের ১০০টা পতাকা উড়াই । কিন্তু সবার উপরে আমার এই দেশ, আমার এই বাংলাদেশের অন্তত একটা পতাকার স্থান দেই ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ সকাল ১১:২৫