গরীবের ঘোড়ারোগ যাকে বলে আরকি! ঢাকার এই বীভৎস অবস্থায় ২৭ নম্বরের দরজা থেকে ঝুলে ঝুলে ২ ঘন্টা লাগায় ক্লাসে যেতে আর ভালো লাগেনা প্রায়ই বিভিন্ন কাজে এদিক-ওদিক যেতে হয়। বাসাও এমন জায়গায়... ঝামেলার একশেষ।
বহু সাধনার পর বাসা থেকে কিছু ম্যানেজ করলাম, নিজের জমানো থেকে কিছু দিলাম। অল্প-স্বল্প কিছু দাঁড়ালো। সেগুলো দিয়ে আপাতত যে সেকেন্ড হ্যান্ডগুলো পাওয়ার অপশন আছে-
1. Toyota Corolla EE90
2. Toyota Corolla AE 91 SE LTD
3. Toyota Corolla 92
4. Toyota Corolla EE 90 TX Sprinter
5. Toyota Carina ED 90
6. Toyota Camry 94
7. Nissan Sunny 96
8. Toyota Corolla II(Windy) 90
আপাতত এই আটটা আছে লিস্টে। সবাইকে একটু রিভিউ করে মতামত দিতে অনুরোধ করছি। এর বাইরে কোন সাজেশন থাকলে দেবেন প্লিজ।
নোটঃ
- ঢাকার রাস্তায় চলার মতো সাধারণ মধ্যবিত্তের গাড়ি হবে।
- সর্বোচ্চ ৩ লাখ, টেনেটুনে আরো কিছু বাড়তে পারে। কান্নাকাটি করে, কেনার পরের কাজ-টাজ সহ সাড়ে তিন!!
- এই বাজেটের মধ্যে যদি কোনভাবে পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, পাওয়ার মিরর আর অটোগিয়ার পাওয়া যায়! (এটা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। গতকালকেই একটা এড দেখলাম। তিন চাচ্ছিলো। কিন্তু চেসিসের নম্বরে গন্ডগোল আছে মনে হয়। এছাড়াও ক্লিকবিডি, সেলবাজার ঘেঁটে মনে হলো, খুব খুঁজলে হয়তো পাওয়া যাবে। তবে ভয় আছে সেক্ষেত্রে সমস্যাওয়ালা গাড়ি হতে পারে। এক্ষেত্রে বিস্তারিত পরামর্শ আশা করছি।
-কারো পরিচিত ভালো মিস্ত্রী/মেকানিক থাকলে একটু আওয়াজ দেবেন!
-ড্রাইভারের ব্যাপারে কোন পরামর্শ থাকলে দেবেন প্লিজ। এধরনের গাড়ির জন্যে কেমন বেতন দিতে হবে। এখানে বলে নিই, তার ডিউটি খুব বেশিক্ষণ হবে না, কারণ আমিই অর্ধেক সময় ড্রাইভ করব।
-চায়নিজ চেরী গাড়িগুলোর কথা সাজেস্ট করলো এক বন্ধু... কিন্তু এ ব্যাপারে আমি কনফিউজড। রাস্তাঘাটে কম দেখি, দাম নিয়েও তেমন ধারণা নেই। এমন, কিংবা এমন অন্যান্য কোম্পানীর এই বাজেটের মধ্যে কেমন গাড়ি পাওয়া যাবে? আমার এ সম্বন্ধে ধারণা নেই।
-মেইনটেন্যান্স কস্ট সর্বনিম্ন কিভাবে করা যায়?
-যে গাড়িই নিই না কেন, সম্পূর্ন ঠিকঠাক এসি থাকতে হবে।
প্রয়োজনবোধে দুয়েকবার রিপোস্ট করা হতে পারে... আগেই মাফ চেয়ে নিচ্ছি