প্রতি বছর কল অফ ডিউটি সিরিজের নতুন গেমটা রিলিজ হওয়ার পর থেকে গেমারদের বেশ ব্যস্ত দু-একদিন সময় যায়। গেম শেষ করার আগে অন্য সব কাজকর্মই অনেকটা স্থগিত থাকে।


আমিও তথৈবচ। সন্ধ্যা থেকে ধুমায় খেলছিলাম কল অফ ডিউটির লেটেস্ট মডার্ণ ওয়ারফেয়ার ৩। থার্ড চ্যাপ্টার, সোপকে বাঁচানোর জন্যে ইন্ডিয়ার হিমাচল প্রদেশে নিয়ে গিয়েছে প্রাইস আর নিকোলাই। এমন সময় মাকারভ বাহিনীর আক্রমণ!
তখনই তুমুল ফাইট করতে করতে দেখলাম, আশেপাশের পরিবেশে প্রচুর ভারতীয় ভারতীয় ভাব; ভ্যান, বিরানীর দোকান, হার্বাল সেন্টার, শাড়ি-চুড়ির দোকান ইত্যাদি ইত্যাদি। পেছনে ইন্ডিয়ান মিউজিক। বেশ মজা লাগছিল। তখনই দেখি হঠাৎ একটা দোকানের উপর বাংলা, হিন্দি আর ইংরেজিতে লেখা 'দার্জিলিং'!!! খেয়াল করতে আরও এক জায়গায় 'সাবধান' লেখা দেখলাম



তবে মূল চমক খেলাম আরও পরে। গুলি করতে করতে চোখে পড়ল একটা পতাকার দিকে, এবং খেয়াল করে দেখি সেটা আমাদের দেশের পতাকা!!! কেন জানি না, হঠাৎ মনটা দারুণ আনন্দে ভরে উঠল।










অনলাইনে চ্যাটিং-এর অভিজ্ঞতা যাদের আছে, তারা মাত্রই জানেন, যে
'বাংলাদেশে থাকি' বলার পর অন্তত আশি ভাগ মানুষ 'বাংলাদেশ কোথায়! :O ' লিখে রিপ্লাই দেয়। প্রত্যেকবার মন এতো খারাপ হয়!!




তাই এইসব ছোট ছোট মাঝে মাঝে বেশ বুক ভরিয়ে দেয়। আশা করি সেই দিন খুব দ্রুত আসবে, যেদিন আর অন্য কোন দেশের গেমে নিজের দেশের পতাকা দেখে খুশি হতে হবে না... ওরাই আমাদের গেমে ওদের উল্লেখ দেখে খুশি হবে... এবং আমাদের মাটিতে ইন্ডিয়ার পতাকা দেখে তারাই খুশি হবে!!





সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫১