সকালে বাসে উঠলে, হার রোজ একটাই দৃশ্যই চোখে পরে। বাস কন্ট্রাক্টরের সাথে কোন না কোন যাত্রির ক্যাচাল।
"এই ব্যাটা রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডার ভারা কত?"
কন্ট্রাক্টর করুন মুখে বলছে "ভাই আমাগো কি, আমারে কন ক্যারে, ত্যালের দাম বারছে"। মাঝে মাঝে ডাউট হয়, গাড়ি তেলে চলে না গ্যাসে?
দুই টাকার গোল্ড লিফ সিগারেট যখন ৮ টাকায় কিনি, তখন আমার গর্ব হয়, আমি বাংলাদেশের বাঙালি, আমরা পৃথিবীর সবচাইতে সহনশীল জাতি।
ভাই আপনাদের গর্ব হয় না?
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০১