হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির উদ্দেশ্যে
ভালো আছ? দুঃখিত হইয়ো না। ঘৃণায় মুখ বিকৃত কর না। আনন্দিত হয়ও। আজ তোমার আনন্দের দিন।
আমি আর লিখব না, তোমার জন্য রাত জেগে বসে থাকব না। বিশ্বাস হয়না? তুমি বলবে আমি তোমার পিছে পড়ে আছি? সত্যি! তাতে তোমার মন খারাপ হয়, তুমি ভালো থাকতে পার না?
আমি অন্তর থেকে স্রষ্টার কাছে প্রার্থনা করি তুমি সুখে থাক, ভালো থাক।
আমি তোমাকে ভালোবাসি এই কথা আমি আর কোন দিন বলব না। ভালোবাসার দাবি নিয়ে কোনদিন তোমার সামনেও দাঁড়াবো না।
আমার জীবন তো শেষ, তুমি আমায় অনেক দিয়েছ। তোমার মনে আছে? একবার পরিক্ষার ফিস দেবার টাকা ছিল না, বাড়ি থেকে অনেক পড়ে এসেছিল। তুমি সেদিন টাকা না দিলে আমি পরিক্ষা দিতে পারতাম না। তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি পারলে ক্ষমা কর। শিল্পী, যন্ত্রনা মানুষ একটু একটু করে সঞ্চয় করে। যখন এক সাথে সেই যন্ত্রনারা চেপে ধরে তখন বাঁচার আর কোন পথ থাকে না।
তুমি আমায় ভালোবেসেছ, এই তো অনেক বর পাওয়া। তোমাকে হারাবার যন্ত্রনা লুকাতে অনেক বার মরতে গেছি, তুমি শুনেছ বিশ্বাস করনি? জানি আজও করবে না।
আমি এইসব কেন করতাম জান, সব সময় চাইতাম তুমি আমাকে ভালোবাস, সারা জীবন আমরা এক সাথে থাকি।
ফুটপাতে পড়ে থাকা মানুষটির কথা কে ভাবে বল? তোমাদের মত উচুস্তরের মানুষের ওত সময় কোথায়? ফুটপাতে পড়ে থাকা মানুষটির বাঁচা, মরা আহার নিদ্রায় তোমাদের কিছুই মনে হবার কথা নয়। তোমাদের কাছে তারা কুকুর সমতুল্য একদিন ভালো লেগেছিল। দুহাঁতে বুকে জারিয়ে নিয়েছিলে। আজ তার প্রয়োজন ফুরিয়েছে রাস্তা ছুরে ফেলেছ। আসলে ভালোবাসার ধর্ম এমন পাশে থাকার জন্য কাছে টানে না বরঞ্চ দূরে ঢেলে দেয় কষ্ট অনুভব করার জন্য। জীবন ভর যন্ত্রনার বোঝা বইবার জন্য।
আজ আর তোমার ভালোবাসার প্রয়োজন নেই। আমি শুধু চাই তুমি সুখে থাক। সত্যিকার ভালোবাসা তো সেইটেই, প্রিয় মানুষটিকে খুশি রাখা। সুখের হাসি ফুটানো।
আজ অনেক দিন পর, আমি খেতে বসেছি শিল্পী, জীবনের শেষ খাওয়া। বিশ্বাস হচ্ছে না? জেন মৃত্যুর আগে কেউ মিথ্যে বলে না। ছলনার আশ্রয় নিয়ে লাভ কি? সেই লাভ ক্ষতির হিসাব করার জন্য যখন আমিই থাকব না।
বধু সাজে তোমায় দেখতে পারিনি, তাতে আমার কোন দুঃখ নেই, কোন কষ্ট নেই, তুমি যখন বধু সাজবে আমি দূর আকাশ হতে তোমায় দেখব। আমার শিল্পী এত সুন্দর! যাকে কিনা প্রথম বার দেখে ভয় পেয়েছিলাম। কাল শুঁকনো একটা মেয়ে। মনে পড়ে, পড়বার কোথাও না।
টেক্সটা অনেক বেশি বড় হয়ে গেল? তোমার অনেকটা সময় নষ্ট করলাম। মাপ করে দিও।
আমায় দেখে আর ফোন বন্ধ করতে হবে না। বারবার কষ্ট করে সিমটাও চেঞ্জ করতে হবে না। আজ সবার সামনে প্রতিজ্ঞা করছি তোমাকে আর কোনদিন ফোন দিব না। কোন দিন তোমার সামনে দাঁড়াবো না।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৬